ওয়ার্নার-রশিদদের নৈপুণ্যে হায়দ্রাবাদের জয়

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
প্রথমে ডেভিড ওয়ার্নারের বিধ্বংসী ব্যাটিং এবং পরবর্তীতে রশিদ খান-খলিল আহমেদদের নিয়ন্ত্রিত বোলিংয়ে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৪৫ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ।
২১৩ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই খলিল আহমেদের বলে ফিরে যান ক্রিস গেইল (৪)। এরপরে লোকেশ রাহুলের সঙ্গে ৬০ রানের জুটি গড়েন মায়াঙ্ক আগারওয়াল।
১৮ বলে ২৭ রান করে রশিদ খানের শিকার হয়ে ফিরেছেন তিনি। এরপর একপাশ আগলে রেখে লড়াই চালিয়ে যান রাহুল। অপরপ্রান্তে একে একে বিদায় নেন নিকোলাস পুরান (২১), ডেভিড মিলার (১১) এবং রবিচন্দ্রন অশ্বিন (০)।
দলীয় ১০৭ রানের মধ্যে পাঁচ উইকেট হারায় দলটি। সেখান থেকে একা লড়াই চালিয়েও শেষদিকে সুবিধা করতে পারেননি রাহুল। চারটি চার ও পাঁচটি ছক্কায় ৫৬ বলে ৭৯ রান করে থামেন তিনি।

কিংস ইলেভেন থেমেছে ২০ ওভারে আট উইকেটে ১৬৭ রান করে। খলিল আহমেদ ও রশিদ খান নিয়েছেন তিনটি করে উইকেট।
এই জয়ে পয়েন্ট তালিকায় আগের অবস্থানে (চার নম্বর) থাকলেও প্লে অফের পথে এক ধাপ এগিয়ে গেল হায়দ্রাবাদ। পাঞ্জাবের অবস্থানেরও (ছয় নম্বর) পরিবর্তন হয়নি।
এর আগে ঘরের মাঠে টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ভঙ্গিমায় খেলে হায়দ্রাবাদের ওপেনাররা। উদ্বোধনী জুটিতেই দলটি তোলে ৭৮ রান।
১৩ বলে ২৮ রানের ইনিংস খেলে বিদায় নেন ঋদ্ধিমান সাহা। এরপর ২৫ বলে ৩৬ রানের ক্যামিও খেলেন তিনে নামা মানিশ পান্ডে। মানিশকে ফেরানোর পর রবিচন্দ্রন অশ্বিন ফেরান ওয়ার্নারকে।
আইপিএলের চলমান আসরে দুর্দান্ত ফর্মে থাকা এই অজি ওপেনার এদিনে করেন ৫৬ বলে ৮১ রান। ইনিংসে ছিল সাতটি চার ও দুটি ছক্কার মার। দেশে ফিরে যাওয়ার আগে এটাই শেষ ম্যাচ ছিল ওয়ার্নারের।
এরপর মোহাম্মদ নবীর ১০ বলে ২০ ও অধিনায়ক কেন উইলিয়ামসনের ৭ বলে ১৪ রানের সাহায্য বড় সংগ্রহ দাঁড় করায় হায়দ্রাবাদ। নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২১২ রান তোলে দলটি। পাঞ্জাবের হয়ে অশ্বিন এবং মোহাম্মদ সামি দুইটি করে উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোরঃ-
সানরাইজার্স হায়দ্রাবাদঃ- ২১২/৬ (২০ ওভার)
(ওয়ার্নার ৮১, মানিশ ৩৬; অশ্বিন ২/৩০)
কিংস ইলেভেন পাঞ্জাবঃ- ১৬৭/৮ (২০ ওভার)
(রাহুল ৭৯, আগারওয়াল ২৭; রশিদ ৩/২১)