আইপিএলে রাসেলের ছক্কার অর্ধশতক

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে ছক্কার অর্ধশতক হাঁকিয়েছেন ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল। রবিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তিনি ছক্কার অর্ধশতক স্পর্শ করেন।
মুম্বাইয়ের বিপক্ষে মাত্র ৪০ বলে ৮০ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। এই ইনিংস খেলার পথে ৮টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। আইপিএলের এক আসরে সর্বাধিক ছক্কার রেকর্ডে রাসেলের অবস্থান এখন ৩ নম্বরে।

শীর্ষ দুটি রেকর্ডই দখলে রয়েছে রাসেলের স্বদেশী ক্রিস গেইলের। ২০১২ সালের আইপিএলের আসরে ক্রিস গেইল ৫৯ টি ছক্কা হাঁকিয়েছিলেন। যা এখন পর্যন্ত কোনো ব্যাটসম্যানের সর্বাধিক ছক্কার রেকর্ড আইপিএলে।
এরপর ২০১৩ সালে ৫১টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। তাছাড়া ২০১১ সালে গেইলের ৪৪টি ছক্কার রেকর্ড এই তালিকার তিন নম্বরে ছিল এতদিন। রবিবার গেইলের সেই রেকর্ড ছাড়িয়ে গেছেন রাসেল।
আইপিএলের এবারের আসরে প্লে অফের আগে আরও দুটি ম্যাচ খেলার সুযোগ পাবেন রাসেল। এই দুই ম্যাচেই গেইলের রেকর্ড ভেঙে দেয়ার সুযোগ আছে তাঁর। কারণ এবারের আসরে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন তিনি।
১২ ম্যাচ খেলে ১১ ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে ৪৮৬ রান। সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় রাসেলের অবস্থান এখন দুই নম্বরে। ৬১১ রান নিয়ে শীর্ষে আছেন ডেভিড ওয়ার্নার।