promotional_ad

ওয়ার্নারদের দাপটে ব্যর্থ হায়দ্রাবাদের মিডল অর্ডার

ছবিঃ- বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আসরের শুরু থেকেই দুর্দান্ত খেলে এসেছেন সানরাইজার্স হায়দ্রাবাদ দলের দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং জনি বেয়ারস্টো। একারণে রান করতে পারেননি দলের মিডল অর্ডারের ব্যাটসম্যানরা, মন্তব্য করেছেন কিংস ইলেভেন পাঞ্জাবের বোলিং কোচ রায়ান হ্যারিস।


মিডল অর্ডারের ব্যর্থতার কারণে অবশ্য বেশ কিছু ম্যাচও হেরেছে হায়দ্রাবাদ। ১১ ম্যাচে পাঁচ জয় নিয়ে পয়েন্ট তালিকার চারে থাকা দলটির মিডল অর্ডারের দুর্বলতা চোখে পড়ার মতোই ছিল।  


সোমবার রাতে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হতে যাচ্ছে কেন উইলিয়ামসনের হায়দ্রাবাদ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হ্যারিস জানান,



promotional_ad

'হায়দ্রাবাদের ওপেনাররা আসরের শুরু থেকে দুর্দান্ত খেলেছে। একারণে তাঁদের মিডল অর্ডার সেভাবে ভালো খেলতে পারেনি। দলটির বিপক্ষে আমাদের ভালো পরিকল্পনা আছে।'


উল্লেখ্য, এবারের আসরে হায়দ্রাবাদের অস্ট্রেলিয়ান ওপেনার ওয়ার্নার ১১ ইনিংসে ৬৭.৮৮ গড়ে করেছেন ৬১১ রান। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক এই মুহূর্তে তিনি।


দশ ইনিংস খেলে ইংল্যান্ডে চলে যাওয়া জনি বেয়ারস্টো করেছেন ৫৫.৬২ গড়ে ৪৪৫ রান। দুজনে মিলে বেশ কয়েকটি শতরানের জুটি উপহার দিয়েছেন দলকে, ভাগাভাগি করে হয়েছেন ম্যাচ সেরাও।


একারণেই নিজেদের মেলে ধরতে পারেনি হায়দ্রাবাদের মিডল অর্ডার, মনে করছেন হ্যারিস। সোমবারের ম্যাচের আগে ভুবনেশ্বর কুমার-রশিদ খানদের নিয়ে গড়া হায়দ্রাবাদের বোলিং লাইনআপ নিয়েও সতর্ক হ্যারিস।



'তাঁরা বেশ কয়েকজন দুর্দান্ত বোলারকে দলে পেয়েছে। আমাদের তাঁদের বিপক্ষে তৈরি হতে হবে। বিশেষ করে ভুবনেশ্বর কুমার, সে একজন বিশ্বমানের পেসার।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball