সাকিবকে দেখেশুনে খেলছে রাজস্থান

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
সানরাইজার্স হায়দ্রাবাদঃ ১৬০/৮ (২০ ওভার)
(মনিষ ৬১, ওয়ার্নার ৩৭, রশিদ ১৭*; উনাদকাট ২/২৬)
রাজস্থান রয়্যালসঃ- ৭৫/০ (৮ ওভার)
(রাহানে ৩০*, লিভিংস্টোন ৪৩*)
মনিষ পান্ডের অর্ধশতকে ভর করে রাজস্থান রয়্যালসের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬০ রানের মাঝারি পুঁজি পেয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। জবাবে ব্যাট করছে রাজস্থান।
দ্বিতীয় ওভারেও মিতব্যয়ী সাকিবঃ-
ইনিংসের অষ্টম ওভার নিজের দ্বিতীয় ওভার করেন সাকিব। রাজস্থানের দুই ওপেনার যখন হায়দ্রাবাদের অন্য বোলারদের উপরে চড়াও হচ্ছেন তখন আরেকটি মিতব্যয়ী ওভার করলেন তিনি, দ্বিতীয় ওভারে দিয়েছেন সাত রান।
পাওয়ার প্লে'তে বিধ্বংসী রাজস্থানঃ-
১৬১ রানের মাঝারী রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ভালো খেলেছেন রাজস্থানের দুই ওপেনার আজিঙ্কা রাহানে এবং লিয়াম লিভিংস্টোন।
ছয় ওভারে ৬০ রান তুলে নিয়েছেন তাঁরা। মাঝে অবশ্য (ইনিংসের দ্বিতীয় ওভারেই) বল হাতে তুলে নেন সাকিব। উইকেট না পেলেও পাওয়ার প্লে'তে করা ওভারে মাত্র চার রান দিয়েছেন তিনি।

প্রথম ইনিংসের বিবরণঃ-
টসে হেরে ব্যাটিংয়ে নেমে ওপেনিংয়ে ২৮ রান যোগ করেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও কেন উইলিয়ামসন। শ্রেয়াশ গোপালের বলে বোল্ড হয়ে মাত্র ১৩ রান করে ফিরেছেন উইলিয়ামসন।
দ্বিতীয় উইকেটে মনিষ পান্ডেকে নিয়ে ৭৫ রান যোগ করেছেন ওয়ার্নার। জুটি গড়ার পথে আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ২৭ বলে অর্ধশতক তুলে নেন মনিষ।
দারুণ খেলতে থাকা ওয়ার্নার ৩৭ রান করে ওশান থমাসের বলে স্টিভ স্মিথের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। এরপর মনিষকে সঙ্গ দিতে আসেন বিজয় শঙ্কর।
এই দুজনের জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র ৩৬ বলে ৬১ রান করা মনিষ ফিরেছেন শ্রেয়াশ গোপালের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। এরপর উইকেটে আসেন টাইগার অলরাউন্ডার সাকিব।
বিজয় শঙ্কর ১০ বলে মাত্র ৮ রান করে আউট হয়েছেন অ্যারনের বলে উনাদকাটের হাতে ক্যাচ দিয়ে। পঞ্চম উইকেটে সাকিবের সঙ্গে যোগ দেন দীপক হুদা। তিনিও স্থায়ী হতে পারেননি।
প্রথম বলেই উনাদকাটের বলে তাকেই ক্যাচ দিয়ে আউট হয়েছেন। ঋদ্ধিমান সাহা ৫ বলে ৫ রান করে ফিরেছেন থমাসের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে।
দারুণ শুরু করলেও মাত্র ১০ বলে ৯ রান করে সাকিব উনাদকাটের বলে ক্যাচ দিয়েছেন শ্রেয়াশ গোপালের হাতে। ভুবনেশ্বর ১ রান করে অ্যারনের দ্বিতীয় শিকার হলেও রশিদ খান দলের মাঝারি সংগ্রহ নিশ্চিত করে মাঠ ছেড়েছেন।
তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ৮ বলে ১৭ রানের অপরাজিত ইনিংস। কৌল কোনো রান না করেই অপরাজিত ছিলেন।
রাজস্থান রয়্যালস একাদশ:
আজিঙ্কা রাহানে, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), স্টিভ স্মিথ (অধিনায়ক), অ্যাস্টন টার্নার, রায়ান পরাগ, লিয়াম লিভিংস্টোন, স্টুয়ার্ট বিনি, শ্রেয়াশ গোপাল, ভরুণ অ্যারন, ওশেন থমাস, জয়দেব উনাদকাট।
সানরাইজার্স হায়দ্রাবাদ একাদশ:
কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নার, মনিষ পাণ্ডে, বিজয় শংকর, সাকিব আল হাসান, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), দীপক হুদা, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, সিদ্ধার্থ কৌল।