টানা হারে বোলারদের দুষছেন রাসেল

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলে শুরুর দিকে ম্যাচ জিতলেও মাঝেরদিকে খেই হারিয়েছে কলকাতা। টানা ছয়টি হারে প্লে অফের লড়াই থেকেও দূরে সরে যাচ্ছে দলটি। ম্যাচ হারের কারণ হিসেবে বোলারদের দুষলেন দলের ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল।
গেল ম্যাচে রাজস্থানের বিপক্ষে ১৭০ এর বেশি রান করেও হেরেছে কলকাতা। একারণে বিশেষভাবে ক্ষোভ প্রকাশ করছেন রাসেল। এমনকি দিনেশ কার্তিকের অধিনায়কত্বেও আস্থা হারাচ্ছেন তিনি।

'আমরা ভালো দল। কিন্তু আপনি যদি বাজে সিদ্ধান্ত নেন তাহলে আপনাকে ম্যাচ হারতে হবে, আর এটাই এখন করছি আমরা। আমরা যদি গুরুত্বপূর্ণ সময়গুলোতে ভালো বল করতাম বা সঠিক বোলারকে ব্যবহার করতাম, তাহলে আমরা জিততে পারতাম।
'পেশাদার ক্রিকেটার হিসেবে এমন অবস্থায় থাকা মোটেই ভালো কিছু নয়। বোলিংয়ে আমরা ক্রমাগত খারাপ করছি, এটাই আমাদের একটানা ম্যাচ হারাচ্ছে।'
চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে আছেন রাসেল। ব্যাট হাতে এখন পর্যন্ত দশ ইনিংস খেলে করেছেন ২০৯.২৭ স্ট্রাইক রেটে ৪০৬ রান! ১১ ম্যাচে চার জয় নিয়ে কলকাতা আছে পয়েন্ট তালিকার ছয়ে।
টানা ম্যাচ হারের গ্লানি থেকে রাসেল আরও জানান, 'সত্যি বলতে এটা আমার জন্য ভালো সময় নয়। ম্যাচ হারের পর আমি আমার রুমে বসে থাকি। আমি এমন কেউ নই যে ম্যাচ হারার পর ঘুরে বেড়াবো। টানা ছয় ম্যাচ হারার পর ঘুরে বেড়ানো কষ্ট।'