হায়দ্রাবাদের হয়ে ব্যাটিংয়ে সাকিব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামছে সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ম্যাচের শুরুতে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্টিভেন স্মিথ।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে ওপেনিংয়ে ২৮ রান যোগ করেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও কেন উইলিয়ামসন। শ্রেয়াশ গোপালের বলে বোল্ড হয়ে মাত্র ১৩ রান করে ফিরেছেন উইলিয়ামসন।
দ্বিতীয় উইকেটে মনিষ পান্ডেকে নিয়ে ৭৫ রান যোগ করেছেন ওয়ার্নার। জুটি গড়ার পথে আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ২৭ বলে অর্ধশতক তুলে নেন মনিষ।
দারুণ খেলতে থাকা ওয়ার্নার ৩৭ রান করে ওশান থমাসের বলে স্টিভ স্মিথের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। এরপর মনিষকে সঙ্গ দিতে আসেন বিজয় শঙ্কর।

এই দুজনের জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র ৩৬ বলে ৬১ রান করা মনিষ ফিরেছেন শ্রেয়াশ গোপালের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। এরপর উইকেটে আসেন টাইগার অলরাউন্ডার সাকিব।
সংক্ষিপ্ত স্কোরঃ
সানরাইজার্স হায়দ্রাবাদঃ ১২১/৩ (১৫ ওভার)
রাজস্থান রয়্যালস একাদশ:
আজিঙ্কা রাহানে, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), স্টিভ স্মিথ (অধিনায়ক), অ্যাস্টন টার্নার, রায়ান পরাগ, লিয়াম লিভিংস্টোন, স্টুয়ার্ট বিনি, শ্রেয়াশ গোপাল, ভরুণ অ্যারন, ওশেন থমাস, জয়দেব উনাদকাট।
সানরাইজার্স হায়দ্রাবাদ একাদশ:
কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নার, মনিষ পাণ্ডে, বিজয় শংকর, সাকিব আল হাসান, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), দীপক হুদা, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, সিদ্ধার্থ কৌল।