ভাইরাস-ব্যাক্টেরিয়ায় আক্রান্ত ধোনী-জাদেজা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অসুস্থতার জন্য মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলতে পারেননি চেন্নাই সুপার কিংসের দুই তারকা ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনী ও রবীন্দ্র জাদেজা। দলটির প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং এই দুই ক্রিকেটারের শারীরিক অবস্থা জানিয়েছেন।
দুজনই ভাইরাস এবং ব্যাকটেরিয়ায় আক্রান্ত বলে নিশ্চিত করেছেন তিনি। শুধু জাদেজা কিংবা ধোনী নয়, দলের অনেক দলই এই সমস্যার মধ্যে পড়েছে বলে জানিয়েছেন তিনি।

‘ওরা দুজনেই বেশ অসুস্থ। ওরা ভাইরাস ও ব্যাক্টেরিয়ায় আক্রান্ত। অনেক দলই এখন এই সমস্যায় পড়েছে। আমরাও ভুগছি।’
অসুস্থ হলেও ধোনি-জাদেজাকে শিগগিরই দলে পাওয়ার ব্যাপারে আশাবাদী চেন্নাইয়ের কোচ। আগামী ম্যাচের আগে চারদিনের বিরতি পাচ্ছে চেন্নাই। ফলে এটা কাজে লাগানোর চেষ্টা করছেন তাঁরা।
‘আমরা চার দিনের বিরতিকে কাজে লাগানোর দিকে তাকিয়ে আছি। একদিন দেরিতে বিরতি পাচ্ছি। মুম্বাই অবশ্য এক দিন বেশি বিরতি পাচ্ছে। এর ফলে ওদের সুবিধা হচ্ছে। আমাদেরও বিরতিকে কাজে লাগাতে হবে।’
ধোনীর পরিবর্তে মুম্বাইয়ের বিপক্ষে দলকে নেতৃত্ব দিয়েছেন সুরেশ রায়না। তবে এই ম্যাচে চেন্নাই হেরেছে ৪৬ রানের ব্যবধানে। ব্যর্থতা কাটাতে, গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটারকে নিয়েই পরবর্তী ম্যাচে মাঠে নামতে চায় চেন্নাই।