টসে হারলেন উইলিয়ামসন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আজ রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামছে সানরাইজার্স হায়দ্রাবাদ। দুই দলের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে জয়পুরের মানসিং স্টেডিয়ামে। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
ইতিমধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্টিভেন স্মিথ। ফলে আগে ব্যাটিং করতে নামবে হায়দ্রাবাদ।

রাজস্থান রয়্যালস (সম্ভাব্য একাদশ):
আজিঙ্কা রাহানে, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), স্টিভ স্মিথ (অধিনায়ক), অ্যাস্টন টার্নার, রায়ান পরাগ, লিয়াম লিভিংস্টোন, স্টুয়ার্ট বিনি, শ্রেয়াশ গোপাল, ভরুণ অ্যারন, ওশেন থমাস/ইশ সোধী, জয়দেব উনাদকাট।
সানরাইজার্স হায়দ্রাবাদ (সম্ভাব্য একাদশ):
কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নার, মনিষ পাণ্ডে, বিজয় শংকর, সাকিব আল হাসান, শ্রীভতস গোস্বামী/ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), দীপক হুদা/ইউসুফ পাঠান, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা, খলিল আহমেদ।