আইপিএলের প্লে অফের সময় সূচি পরিবর্তন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে অফের ম্যাচগুলো নির্ধারিত সময় থেকে আধা ঘন্টা আগে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।
এবারের আসরের রাতের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে ভারতীয় সময় রাত ৮টায়। এটা এগিয়ে এনে সাড়ে ৭টায় ম্যাচ শুরু করার ঘোষণা দিয়েছে ভারতের ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা।

তাছাড়া, আগামী ৬ মে থেকে শুরু হওয়া উইমেন্স টি-টুয়েন্টি চ্যালেঞ্জের ম্যাচগুলোও একই সময়ে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। এই টুর্নামেন্টের ম্যাচগুলো সরাসরি সম্প্রচারও করা হবে।
শনিবার বিসিসিআইয়ের কমিটি অব অ্যাডমিনিস্ট্রেশন (সিওএ) এই সিদ্ধান্ত নিয়েছে। আইপিএলের রাতের ম্যাচগুলো শেষ হতে অনেক দেরি হয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বিসিসিআই।
ক্রিকেটারদের পানি পানের বিরতি, সরঞ্জামাদি পরিবর্তন ও ফিল্ডিং পরিবর্তনের জন্য দলগুলো বেশ সময় নিচ্ছে। ফলে একটি ম্যাচের জন্য নির্ধারিত ২০০ মিনিট অনেক সময়ই পেরিয়ে যায়।
নির্দিষ্ট একটি ইনিংসের জন্য সময় বেঁধে দেয়া থাকে ৯০ মিনিট। এর মধ্যে রয়েছে দুটি স্ট্রেটিজিক টাইম আউট। এবারের আসরে স্লো ওভার রেটের দায়ে জরিমানা গুনেছেন রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিন।
এরপরও ম্যাচগুলো সময় মতো শেষ না হওয়ায় চিন্তায় পড়ে গিয়েছিল বিসিসিআই। এই সমস্যার সমাধানের লক্ষ্যেই তাঁরা ম্যাচের সময় এগিয়ে এনেছেন।