promotional_ad

ইংলিশ ক্রিকেটারদের ছাড়াই মাঠে নামছে হায়দ্রাবাদ-রাজস্থান

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আজ রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামছে সানরাইজার্স হায়দ্রাবাদ। দুই দলের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে জয়পুরের মানসিং স্টেডিয়ামে। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।


১০ ম্যাচ খেলে পাঁচ জয়ে পয়েন্ট টেবিলে ৪ নম্বরে রয়েছে হায়দ্রাবাদ। অন্যদিকে ১১ ম্যাচে ৪ জয়ে পয়েন্ট টেবিলে ৭ নম্বরে রাজস্থান। শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই স্টিভ স্মিথের দলের।


নতুন অধিনায়ক স্মিথের অধীনে নিজেদের শেষ ম্যাচে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে হারানো আত্মবিশ্বাস অনেকটাই ফিরে পেয়েছে রাজস্থান।


গুরুত্বপূর্ণ এই ম্যাচে রাজস্থান অবশ্য বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে পাচ্ছে না। মূলত ইংল্যান্ডের ক্রিকেটারদের বাদ দিয়েই হায়দ্রাবাদের মুখোমুখি হতে হচ্ছে তাদের।



promotional_ad

আগেই দেশে ফিরেছিলেন জস বাটলার। কদিন আগেই ফিরে গেছেন বেন স্টোকস ও জফরা আর্চার। মূলত বিশ্বকাপের প্রস্তুতি নিতেই তাঁরা ইংল্যান্ডে ফিরে গেছেন।


স্টোকস, আর্চারদের বদলে সোয়াই মান সিংহ স্টেডিয়ামে একাদশে সুযোগ পেতে পারেন লিয়াম লিভিংস্টোন ও অ্যাস্টন টার্নার। দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছাড়া মাঠে নামতে হচ্ছে হায়দ্রাবাদকেও।


উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো ফিরে গেছেন ইংল্যান্ডে। তাঁর বদলি হিসেবে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে একাদশে ফিরতে পারেন ঋদ্ধিমান সাহা।


রাজস্থান রয়্যালস (সম্ভাব্য একাদশ):


আজিঙ্কা রাহানে, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), স্টিভ স্মিথ (অধিনায়ক), অ্যাস্টন টার্নার, রায়ান পরাগ, লিয়াম লিভিংস্টোন, স্টুয়ার্ট বিনি, শ্রেয়াশ গোপাল, ভরুণ অ্যারন, ওশেন থমাস/ইশ সোধী, জয়দেব উনাদকাট।



সানরাইজার্জ হায়দ্রাবাদ (সম্ভাব্য একাদশ):


কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নার, মনিষ পাণ্ডে, বিজয় শংকর, সাকিব আল হাসান, শ্রীভতস গোস্বামী/ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), দীপক হুদা/ইউসুফ পাঠান, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা, খলিল আহমেদ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball