মুম্বাইয়ের বোলিং প্রদর্শনীর সামনে অসহায় চেন্নাই

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলে ঘরের মাঠে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ৪৬ রানে হেরেছে চেন্নাই সুপার কিংস। চ্যালেঞ্জিং স্কোর গড়ার পর বোলারদের দুর্দান্ত পারফর্মেন্সে ম্যাচ জিতল মুম্বাই।
এই হারে অবশ্য পয়েন্ট তালিকার শীর্ষেই থাকলো চেন্নাই। অপরদিকে এই ম্যাচে জিতে তিন নম্বর থেকে দুই নম্বরে উঠে এলো মুম্বাই ইন্ডিয়ান্স।
১৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এদিনে যেন তাসের ঘরের মতোই ভেঙে পড়ে চেন্নাইয়ের ব্যাটিং লাইনআপ। জ্বরের কারণে এই ম্যাচে খেলেননি মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজা।
এই দুজনের অনুপস্থিতিতে সুরেশ রায়নার দল যেন পাত্তাই পায়নি। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি।

মুম্বাইয়ের সম্মিলিত আক্রমণে একে একে ফিরে যান শেন ওয়াটসন (৮), সুরেশ রায়না (২), আম্বাতি রাইডু (০), কেদার যাদব (৬) ও ধ্রুব শোরে (৫)। দলীয় ৬৬ রানের মধ্যে ফিরে যান ওপেনার মুরালি বিজয়।
তাঁর ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ৩৮ রান। শেষমেশ ১৭.৪ ওভারে মাত্র ১০৯ রানে অলআউট হয় চেন্নাই। মিচেল সান্টনারের ২২ ও ডোয়াইন ব্রাভোর ২০ রান শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে।
মুম্বাইয়ের হয়ে বল হাতে ৩৭ রান খরচায় চার উইকেট নিয়েছেন লাসিথ মালিঙ্গা। এছাড়া দুইটি করে উইকেট নিয়েছেন ক্রুনাল পান্ডিয়া এবং জাসপ্রিত বুমরাহ।
এর আগে টসে হেরে আগে ব্যাট করে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ১৫৫ করেছে মুম্বাই। তিন ওভারের মধ্যে কুইন্টন ডি কককে ফিরিয়ে দেন দীপক চাহার।
এরপরে এভিন লুইসকে সঙ্গে নিয়ে ৭৫ রানের জুটি গড়েন অধিনায়ক রোহিত শর্মা। মিচেল সান্টনারের বলে ৩২ রানে লুইস ফিরে যাওয়ার পর উইকেটে থিতু হতে পারেননি ক্রুনাল পান্ডিয়াও (১)।
এরপরে দলীয় ১২২ রানে চতুর্থ উইকেট হিসেবে ফেরত যান রোহিত। সান্টনারের দ্বিতীয় শিকার হয়ে ফেরার আগে করেন ৪৮ বলে ছয়টি চার ও তিনটি ছক্কায় ৬৭ রান।
শেষদিকে হার্দিক পান্ডিয়ার ১৮ বলে ২৩* ও কাইরন পোলার্ডের ১২ বলে ১৩* রানের ইনিংসে এমন সংগ্রহ পায় মুম্বাই।
সংক্ষিপ্ত স্কোরঃ-
মুম্বাই ইন্ডিয়ান্সঃ- ১৫৫/৪ (২০ ওভার)
(রোহিত ৬৭, লুইস ৩২; সান্টনার ২/১৩)
চেন্নাই সুপার কিংসঃ- ১০৯/১০ (১৭.৪ ওভার)
(বিজয় ৩৮, সান্টনার ২২; মালিঙ্গা ৪/৩৭)