বাটলার-স্টোকস ছাড়াও রাজস্থান শক্তিশালীঃ মুডি

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
আন্তর্জাতিক ম্যাচে অংশ নিতে শুক্রবার আইপিএল ছেড়ে গিয়েছেন রাজস্থান রয়্যালসের দুই ক্রিকেটার বেন স্টোকস এবং জশ বাটলার। এই দুই ইংলিশ ক্রিকেটার বাদেও রাজস্থানকে সমীহ করছেন সানরাইজার্স হায়দ্রাবাদের কোচ টম মুডি।
শনিবার রাতে হায়দ্রাবাদের পরবর্তী প্রতিপক্ষ রয়্যালস। নিজেদের শেষ ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সকে তিন উইকেটে হারিয়েছে রাজস্থান। একারণে বাটলার-স্টোকস না থাকলেও রাজস্থানকে শক্তিশালী মনে করছেন মুডি।

'রাজস্থানের বিপক্ষে ম্যাচটির দিকে আমাদের নজর। ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা জানি তাঁরা দুইজন ক্রিকেটারকে বিশ্বকাপ উপলক্ষে ছেড়ে দিয়েছে।
'তাঁদের একাদশে পরিবর্তন আসবে। কিন্তু তাঁরা জয়ী দল, এটা আমাদের মনে আছে। তাঁদের বিপক্ষে আমরা আত্মবিশ্বাসী।'; শুক্রবার এক ভিডিও বার্তায় বলেছেন মুডি।
এই ম্যাচটি ছাড়াও আসরে বাকী তিনটি ম্যাচ সমান গুরুত্বের সঙ্গেই খেলবে হায়দ্রাবাদ, মনে করিয়ে দিলেন মুডি। আপাতত দশ ম্যাচে পাঁচটি জয় নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে আছে দলটি।
'আমাদের চারটি গুরুত্বপূর্ণ ম্যাচ বাকী আছে। চারটির মধ্যে তিনটিই ঘরের বাইরে। আমাদের যে চারটি ম্যাচ আছে, এগুলোর প্রত্যেকটির দিকেই আমাদের নজর আছে।'