গেইল-রাহুলের বিরল রেকর্ড

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ব্যতিক্রমী এক রেকর্ড গড়েছেন দুই ওপেনার ক্রিস গেইল এবং লোকেশ রাহুল। চলমান আসরে দুই ওপেনারই করেছেন চার শতাধিক রান, যা পাঞ্জাবের ইতিহাসে রেকর্ড।
আইপিএলের ইতিহাসে এমন ঘটনা এর আগে ঘটেছে মাত্র সাত বার। আর পাঞ্জাবের হয়ে আগে কখনো দুই ওপেনার একইসাথে চার শতাধিক রান করেননি।

এবারের আইপিএলে ৪৯.৩৩ গড়ে ৪৪৪ রান করেছেন ক্যারিবিয়ান দানব গেইল। স্ট্রাইক রেট ছিল ১৬২.০৪। সঙ্গী রাহুল ৫৫.১২ গড়ে করেছেন ৪৪১ রান।
গেইলের মতো চারটি ফিফটি হাঁকিয়েছেন রাহুল। নামের পাশে একটি সেঞ্চুরিও আছে তাঁর। গেইলের চেয়ে এক ইনিংস বেশি খেলে (১১ ইনিংস) তাঁর স্ট্রাইক রেট ১৩০.০৮।
এই দুই ওপেনার যদি একইসাথে পাঁচশ রান করতে পারেন তাহলে সেটাও হবে আইপিএলের ইতিহাসে অন্যতম একটি রেকর্ড। এর আগে মাত্র একবার একই ফ্র্যাঞ্চাইজির দুই ওপেনার একই আসরে পাঁচশ রান করে।
এদিকে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় গেইল ও রাহুল আছেন যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে। ৫৭৪ রান নিয়ে শীর্ষে আছেন হায়দ্রাবাদের ডেভিড ওয়ার্নার। ৪৪৫ রান নিয়ে দ্বিতীয়তে একই দলের জনি বেয়ারস্টো।