বিশ্বকাপে রশিদের পারফর্মেন্স দেখতে মুখিয়ে শচিন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আসন্ন বিশ্বকাপে আফগান স্পিনার রশিদ খানের পারফর্মেন্স দেখতে মুখিয়ে আছেন ভারতের কিংবদন্তী ব্যাটসম্যান শচিন টেন্ডুলকার। সম্প্রতি রশিদ খানের এক টুইটের জবাবে এমনটা বলেছেন শচিন।
গত ২৪ই এপ্রিল নিজের ৪৬তম জন্মদিন পালন করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে একশ সেঞ্চুরির মালিক শচিন। জন্মদিনে তাঁকে টুইটের মাধ্যমে শুভেচ্ছা জানান রশিদ।

রশিদ লিখেছেন, 'জন্মদিনে বিশেষ মানুষ শচিন স্যারকে শুভেচ্ছা। আপনি আমাদের অনুপ্রাণিত করতে থাকেন। আপনার সাথে দেখা করার জন্য মুখিয়ে আছি।'
ছবি সম্বলিত এই টুইটের জবাব দিয়েছেন শচিন। ২৬ই এপ্রিল দেওয়া জবাবে শচিন লিখেছেন,
'শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ। আইপিএলে আমি তোমার পারফর্মেন্স দেখছি, আর বিশ্বকাপে তোমার পারফর্মেন্স দেখার জন্যেও আমি মুখিয়ে আছি।'
চলমান আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে দশটি ম্যাচেই খেলেছেন রশিদ। দশটি উইকেট নিয়েছেন তিনি। বিশ্বকাপে ২০ বছর বয়সী এই লেগস্পিনার কেমন পারফর্ম করেন, এটাই এখন দেখার বিষয়।