চেন্নাইয়ের ধারাবাহিকতা ধরে রাখার মিশন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
তিন ম্যাচ হাতে রেখেই প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। প্লে-অফ নিশ্চিত করলেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া দলটি।
এছাড়া পয়েন্ট টেবিলের প্রথম অথবা দ্বিতীয় স্থানে থেকেই প্লে-অফে যেতে চায় তিন বারের আইপিএল চ্যাম্পিয়নরা। তাই হাতে থাকা বাকি ম্যাচগুলোতেও নিজেদের সেরাটা দেয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে দলটি।
সেই লক্ষ্যেই শুক্রবার ঘরের মাঠে মুম্বাই ইন্ডিয়ান্সকে আতিথ্য দিচ্ছে চেন্নাই। চিদাম্বরাম স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।
চেন্নাইয়ের প্লে-অফ নিশ্চিত হলেও শেষ চারে জায়গা পেতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে। ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে থাকা দলটিকে এই ম্যাচে তাই জিততেই হবে।

হেরে গেলেও সুযোগ থাকছে তাঁদের, তবে সেক্ষেত্রে সমীকরণটা কঠিন হয়ে যেতে পারে রোহিত শর্মার দলের জন্য। তাই এই ম্যাচে জিতে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসার পাশাপাশি প্লে-অফের পথে আরও এক কদম এগিয়ে যেতে চায় মুম্বাই।
দুই দলের শেষ দেখায় শেষ হাসি হেসেছিল মুম্বাই। সেই ম্যাচে চেন্নাইকে ৩৭ রানে হারিয়েছিল রোহিত শর্মার দল। সেই ম্যাচে মুম্বাইয়ের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সূর্যকুমার যাদব।
এদিকে নিজেদের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে ৬ উইকেটে হারিয়েছিল চেন্নাই। সেই ম্যাচে হায়দ্রাবাদের ছুঁড়ে দেয়া ১৭৬ রানের লক্ষ্যে শেন ওয়াটসনের ৯৬ রানের উপর ভর করে জয়ের বন্দরে পৌঁছে যাওয়ার পাশাপাশি প্লে-অফ নিশ্চিত করে গেল আসরের চ্যাম্পিয়নরা।
মুম্বাই অবশ্য তাঁদের শেষ ম্যাচে হার নিয়ে মাঠ ছেড়েছে। রাজস্থান রয়্যালসের বিপক্ষে স্কোরবোর্ডে ১৬১ রান তোলার পরও জয়ের দেখা পায় নি মুম্বাই। ম্যাচ হারলেও মুম্বাইয়ের হয়ে ব্যাট হাতে ৬৫ রানের ইনিংস খেলেছিলেন ওপেনার কুইন্টন ডি কক।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে অবশ্য মুম্বাইয়ের একাদশে আসতে পারে পরিবর্তন। দলের বোলিং ইউনিটের শক্তি বাঁড়াতে একাদশে মিচেল ম্যাক্লেনেগানকে অন্তর্ভুক্ত করতে পারে মুম্বাই। তবে চেন্নাইয়ের একাদশে বড় কোন পরিবর্তন আসার সম্ভাবনা নেই।
চেন্নাই সুপার কিংস সম্ভাব্য একাদশঃ ফাফ ডু প্লেসিস, শেন ওয়াটসন, সুরেশ রায়না, কেদার জাদব, আম্বাথি রাইয়ুডু, মহেন্দ্র সিং ধোনি ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো, দিপক চাহার, হার্ভান সিং, ইমরান তাহির
মুম্বাই ইন্ডিয়ানস সম্ভাব্য একাদশঃ রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক),ইশান কিশান, কাইরন পোলার্ড, হার্ডিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, সূর্যকুমার যাদব, রাহুল চাহার, জেসন বেহরেনডর্ফ, জাসপ্রিত বুমরাহ, লাসিথ মালিঙ্গা