প্লে অফের আশা বাঁচিয়ে রাখল কোহলিরা

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলে শুরুর দিকে টানা হারের পর শেষের দিকে জয়ের দেখা পাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। নিজেদের মাঠে কিংস ইলেভেন পাঞ্জাবকে ১৭ রানে হারিয়েছে দলটি।
এই জয়ে পয়েন্ট টেবিলের তলানি থেকে এক ধাপ উপরে (সপ্তম স্থানে) উঠে আসলো ব্যাঙ্গালুরু, একইসাথে প্লে অফের মৃদু সম্ভাবনাও টিকিয়ে রেখেছে দলটি। অপরদিকে ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে আছে পাঞ্জাব।
২০৩ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ক্রিস গেইল ঝড় তুলেছেন। ১০ বলে চারটি চার ও একটি ছক্কায় ২৩ রান করে উমেশ যাদবের বলে ফিরেছেন গেইল।
এরপরে ৫৯ রানের জুটি গড়েন লোকেশ রাহুল এবং মায়াঙ্ক আগারওয়াল। ২১ বলে ৩৫ রান করে ফিরেন আগারওয়ালও। এরপরে দলীয় ১০৫ রানের মধ্যে ফিরে যান রাহুলও।

ফেরার আগে করেন ২৭ বলে ৪২ রান। এরপরে ডেভিড মিলার এবং নিকোলাস পুরানের কারণে কিছুটা সময় ম্যাচে ছিল পাঞ্জাব। কিন্তু হার এড়াতে পারেনি দলটি।
২৫ বলে ২৪ রান করেন মিলার। ২৮ বলে একটি চার ও পাঁচটি ছক্কায় ৪৬ রান করেন পুরান। শেষমেশ ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৮৫ রান করে থেমেছে পাঞ্জাব।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ২০২ রান করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ১৩ রান করে এদিনে দ্রুত ফিরে যান অধিনায়ক ভিরাট কোহলি।
এরপরে ২৪ বলে ৪৩ রান করা পার্থিব প্যাটেলও ফিরে যান। পার্থিব ফিরে যাওয়ার পর চটজলদি ফিরেছেন মঈন আলী (৪) এবং আক্সদ্বীপ নাথও (৩)।
তারপর এবি ডি ভিলিয়ার্স এবং মার্কাস স্টয়নিসের ঝড়ে দুইশ রান ছাড়ায় ব্যাঙ্গালুরু। দুজনে মিলে গড়েন ১২১ রানের অবিচ্ছিন্ন জুটি।
৪৪ বলে তিনটি চার ও সাতটি ছক্কায় ৮২* রান আসে ডি ভিলিয়ার্সের ব্যাট থেকে। ৩৪ বলে ৪৬* রান করে তাঁকে সঙ্গ দেন স্টয়নিস।
সংক্ষিপ্ত স্কোরঃ-
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুঃ- ২০২/৪ (২০ ওভার)
(ডি ভিলিয়ার্স ৮২*, স্টয়নিস ৪৬*; অশ্বিন ১/১৫)
কিংস ইলেভেন পাঞ্জাবঃ- ১৮৫/৭ (২০ ওভার)
(পুরান ৪৬, রাহুল ৪২; যাদব ৩/৩৬)