ছুটিতে মুম্বাইয়ের ক্রিকেটাররা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল মুম্বাই ইন্ডিয়ান্স তাদের স্কোয়াডের সব খেলোয়াড়কে চারদিনের বিশ্রাম দিয়েছে। এই সময়ে খেলোয়াড়রা তাদের পরিবারের সাথে সময় কাটাতে পারবেন।
মূলত আসন্ন বিশ্বকাপ ও আইপিএলের ব্যস্ত সূচির কথা ভেবেই তাদের ছুটি দিচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। খেলোয়াড়দের কাজের চাপ কমিয়ে সতেজ হয়ে ফিরে আসার জন্য এই সুযোগ দিচ্ছে তাঁরা।

ভারতের বিশ্বকাপ স্কোয়াডের তিন জন তারকা আছেন মুম্বাইয়ে। ওপেনার রোহিত শর্মার সাথে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও পেসার জসপ্রিত বুমরাহও খেলবেন বিশ্বকাপে।
তাছাড়া, প্রোটিয়া তারকা কুইন্টন ডিক কক ও লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গাও অংশ নেবেন বিশ্বকাপে। ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে জানানো হয়েছে চাপ কমাতেই তাঁরা ছুটি দিয়েছেন ক্রিকেটারদের।
'শুধু রোহিত, বুমরাহ বা হার্দিকই নয় বরং আমাদের কুইন্টন ডি কক,লাসিথ মালিঙ্গা আর অন্য খেলোয়াড়রা রয়েছেন যারা বিশ্বকাপ খেলতে যাবেন। তাদের চাপ কমাতে হবে যাতে তাঁরা বড় পরিসরের খেলায় নিজেদের সেরাটা দিতে পারেন।'
আগামী ২৬ এপ্রিল মুম্বাই নিজেদের পরবর্তী ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামবে। এই ম্যাচের আগে পর্যন্তই ছুটি পাচ্ছেন মুম্বাইয়ের ক্রিকেটাররা।