আইপিএলের ফাইনাল হায়দ্রাবাদে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে। বিষয়টি সোমবার নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
আগামী ১২ই মে আইপিএলের ফাইনাল মাঠে গড়াবে। আইপিএলের গত আসরে চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। কার্যত এবারের আসরের ফাইনাল ম্যাচ আয়োজনের কথা ছিল চেন্নাইতে।

তবে, চেন্নাইয়ের চিদাম্বরাম স্টেডিয়ামের তিনটি স্ট্যান্ড ব্যবহারের অনুমতি না পাওয়ায় ফাইনালের ভেন্যু বদল করা হয়েছে। সোমবারই আইপিএল-এর কোয়ালিফায়ার, এলিমিনেটর ও ফাইনালের সূচি এবং ভেন্যু ঘোষণা করেছে বিসিসিআই।
ফাইনাল না হলেও চেন্নাইয়ে হবে প্রথম কোয়ালিফায়ার। বিশাখাপত্তনমে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ও এলিমিনেটর। প্লে-অফের ম্যাচগুলো সাধারনত অনুষ্ঠিত হয় আগের আসরের চ্যাম্পিয়ন এবং রানার্সআপের ভেন্যুতে।
তবে, চেন্নাইয়ের ভেন্যু নিয়ে সমস্যা তৈরি হওয়ার ম্যাচগুলো সরিয়ে নেয়া হয়েছে বিশাখাপত্তনম ও হায়দ্রাবাদে। এই প্রসঙ্গে বিসিসিআইয়ের কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্সের প্রধান বিনোদ রাই বলেন,
'চেন্নাই থেকে আমরা ম্যাচ হায়দ্রাবাদে নিয়ে যেতে বাধ্য হচ্ছি। কারন আই, জে ও কে স্ট্যান্ড ব্যবহারের ছাড়পত্র পাওয়া যায়নি।'