promotional_ad

হায়দ্রাবাদ ছাড়ছেন ওয়ার্নার-বেয়ারস্টো

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝ পথেই সানরাইজার্স হায়দ্রাবাদ ছাড়ছেন দুই তারকা ক্রিকেটার জনি বেয়ারস্টো ও ডেভিড ওয়ার্নার। তাদের চলে যাওয়া দলের জন্য বড় ক্ষতি বলে মনে করেন হায়দ্রাবাদ দলপতি কেন উইলিয়ামসন।


আসরের শুরু থেকেই সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন ওয়ার্নার ও বেয়ারস্টো। এই দুজনের দুর্দান্ত ফর্মের সুবাদে ৯ ম্যাচ খেলে ৬টি ম্যাচে জিতে পয়েন্ট টেবিলে ৪ নম্বরে রয়েছে তাঁরা।



promotional_ad

তবে আসরের পুরোটা সময় এই দুই তারকাকে পাচ্ছে না হায়দ্রাবাদ। দুজনেই আছেন নিজ নিজ দলের বিশ্বকাপ স্কোয়াডে। ফলে দলের সঙ্গে ক্যাম্পে যোগ দিতে দেশে ফিরে যাচ্ছেন তাঁরা।


চেন্নাইয়ের বিপক্ষে চলতি সপ্তাহের ম্যাচটিই শেষ ম্যাচ হতে চলেছে বেয়ারস্টোর। আর ডেভিড ওয়ার্নার এপ্রিলের শেষ দিকে অস্ট্রেলিয়া দলের সঙ্গে যোগ দেবেন।


ওয়ার্নার-বেয়ারস্টো চলে গেলে আমুল পরিবর্তন আনতে হবে হায়দ্রাবাদের একাদশে। দলটির অধিনায়ক কেন উইলিয়ামসন নিশ্চিত করেছেন এই মাসের শেষের দিকে দুজনই চলে যাবেন।



‘তাদের (ওয়ার্নার-বেয়ারস্টো) চলে যাওয়া আমাদের জন্য বড় ক্ষতি। তারা বিশ্বমানের খেলোয়াড়। এই মাসের শেষের দিকে তারা থাকছেন না।’


ওয়ার্নার ও বেয়ারস্টো দুজনই আইপিএলের এবারের আসরের সর্বাধিক রান সগ্রাহকদের তালিক???য় রাজত্ব করছেন। ৯ ম্যাচে ৫১৭ রান করে শীর্ষে আছেন ওয়ার্নার আর সমান সংখ্যক ম্যাচে ৪৪৫ রান করে দ্বিতীয় স্থানে বেয়ারস্টো।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball