promotional_ad

'কলকাতা রাসেল নির্ভর দল নয়'

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


টানা পাঁচ ম্যাচে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। এবারের আসরের শুরু থেকেই কলকাতাকে একাই টানছেন আন্দ্রে রাসেল। তবে, দলটির অধিনায়ক দীনেশ কার্তিক স্পষ্ট বলে দিয়েছেন কলকাতা রাসেল নির্ভর দল নয়।


এই কথার প্রেক্ষিতে তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে কলকাতার পারফর্মেন্সের উদাহরণ টেনেছেন। তিনি বিশ্বাস করেন ভালো বোলিং করলে এই সংগ্রহতেও জেতা সম্ভব ছিল।


'আমি মনে করি এটা বলা অন্যায় (রাসেল নির্ভর দল)। আজকে আমি মনে করি ১৬০ ভালো মানের স্কোর ছিল, যদি আমরা ভালো বোলিং করতাম। যদিও আজ আন্দ্রে মাত্র ১৫ রান করেছে। বাকিরা ভালো ব্যাটিং করেছে এবং এমন একটি স্কোর দাঁড় করিয়েছে, যা ডিফেন্ডেবল। কিন্তু সত্য হচ্ছে আমরা ভালো বোলিং করিনি। লাইটে উইকেট ভালো ছিল এবং দুইজন ভালো খেলোয়াড় জ্বলে উঠে খেলাটাকে সহজ করে দিয়েছে।'



promotional_ad

রাসেল মাত্র ১৫ রান করে আউট হয়েছেন এই ম্যাচে। অবশ্য দলের অন্যরা মিলে ১৫৯ রানের বড় পুঁজি গড়েছিলেন। ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টোর দুর্দান্ত ব্যাটিংয়ে ৯ উইকেটের জয় পেয়েছে হায়দ্রাবাদ।


ফলে টানা ৫ ম্যাচে হারের স্বাদ পেয়েছে কলকাতা। টানা ম্যাচ হারলেও রাসেল প্রায় প্রতিটি ম্যাচেই ব্যাট হাতে রান করেছেন। শুক্রবার বেঙ্গালুরুর বিপক্ষে ২৫ বলে ৬৫ রানের ইনিংস খেলে কলকাতাকে জয়ের অনেক কাছে নিয়ে গিয়েছিলেন।


তবে জেতাতে পারেননি। ৭ নম্বরে ব্যাট করে ১০ ম্যাচে ৩৯২ রান করে আইপিএলের এবারের আসরে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় ৫ নম্বরে আছেন রাসেল। দুর্দান্ত ব্যাটিং করে কলকাতার ব্যাটিং অর্ডারে উপরের সারিতে খেলার দাবি জানিয়েছিলেন এই ক্যারিবিয়ান তারকা।


অবশ্য কলকাতার অধিনায়ক দীনেশ কার্তিক জানিয়েছেন, রাসেলের পক্ষ থেকে এই জায়গায় ব্যাটিং করা নিয়ে কোনো অভিযোগ নেই। রাসেল এই জায়গাতেই ব্যাটিং করে খুশি।



'ব্যাটিংয়ের জায়গা নিয়ে তাঁর কাছ থেকে কোনো অভিযোগ নেই। আমি মনে করি সে যে জায়গায় খেলতে যাচ্ছে, এখানেই খুশি এবং দলে তাঁর ভূমিকাটাও স্পষ্ট, যেটা সে অর্জন করার চেষ্টা করছে প্রতিবার ব্যাটিং করতে গিয়ে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball