ওয়ার্নার-বেয়ারস্টোর ব্যাটে শীর্ষ চারে হায়দ্রাবাদ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ডেভিড ওয়ার্নার ও জনি বেয়রস্টোর ব্যাটে কলকাতা নাইট রাইডার্সকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। এই জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষ চারে জায়গা করে নিয়েছে দলটি।
৯ ম্যাচ খেলে ৫ জয়ে চার নম্বরে রয়েছে কেন উইলিয়ামসনের দল। এই ম্যাচে কলকাতার দেয়া ১৬০ রানের মাঝারি লক্ষ্যে খেলতে নেমে হায়দ্রাবাদকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার ওয়ার্নার ও বেয়ারস্টো।
এই দুজনে ওপেনিংয়ে যোগ করেন ১৩১ রান। ৬৭ রান করে ওয়ার্নার পৃথ্বীরাজের বলে বোল্ড হয়ে ফিরলেও দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন বেয়ারস্টো। তাঁর ব্যাট থেকে এসেছে অপরাজিত ৮০ রানের ইনিংস।
৪৩ বলের ঝড়ো এই ইনিংসে ৪টি ছক্কা ও ৭টি চার মেরেছেন তিনি। শেষ দিকে নেমে ৮ রান করে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন হায়দ্রাবাদ দলপতি কেন উইলিয়ামসন।

এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে কলকাতার হয়ে ওপেনিংয়ে ৪২ রান যোগ করেন সুনীল নারিন ও ক্রিস লিন। শুরু থেকেই ঝড় তোলা নারিন ৮ বলে ২৫ রানের ইনিংস খেলে আউট হয়েছেন।
এরপর মিডেল অর্ডারের তিন ব্যাটসম্যান শুভমন গিল (৩), নিতিশ রানা (১১) ও অধিনায়ক দীনেশ কার্তিক (৬) ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকা ক্রিস লিন ৪৭ বলে ৫১ রানের ইনিংস খেলেছেন।
লোয়ার মিডেল অর্ডারে রিংকু সিংয়ের ৩০ ও আন্দ্রে রাসেলের ১৫ ছাড়া আর কেউই দুই অঙ্কে পৌঁছুতে না পারলে কলকাতার ইনিংস থামে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রানে।
সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ৩টি উইকেট নিয়েছেন পেসার খলিল আহমেদ। তাছাড়া ২টি উইকেট গেছে ভুবনেশ্বর কুমারের ঝুলিতে। ১টি করে উইকেট পেয়েছেন সন্দিপ শর্মা ও রশিদ খান।
সংক্ষিপ্ত স্কোরঃ
কলকাতা নাইট রাইডার্সঃ ১৫৯/৮ (২০ ওভার)
(লিন ৫১ নারিন ২৫; খলিল ৩/৩৩)
সানরাইজার্স হায়দ্রাবাদঃ ১৬১/১ (১৫ ওভার)
(ওয়ার্নার ৬৭, বেয়ারস্টো ৮০*; পৃথ্বী ১/২৯)