ধাওয়ান-আইয়ারের ব্যাটে জিতল দিল্লি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৫ উইকেটের ব্যবধানে জয় পেয়েছে দিল্লি ক্যাপিটেলস। এই জয়ে শীর্ষ চারে নিজেদের অবস্থান আরও জোরালো করেছে শ্রেয়াশ আইয়ারের দল।
১০ ম্যাচে ৬ জয়ে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান এখন ৩ নম্বরে। এদিকে, মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই পৃথ্বী শ রান আউট হয়ে ফিরেন মাত্র ১৩ রান করে।
দ্বিতীয় উইকেট জুটিতে ৯২ রান যোগ করেন শিখর ধাওয়ান ও শ্রেয়াশ আইয়ার। ৪১ বলে ৫৬ রান করে ধাওয়ান আউট হন। এরপর দ্রুতই ফিরেছেন পান্ত (৬)। দুজনকেই সাজঘরে ফিরিয়েছেন হারদুস ভিলজয়েন।
ইনগ্রাম ৯ বলে ১৯ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হয়েছেন মোহাম্মদ শামির বলে বোল্ড হয়ে। অক্ষর প্যাটেল বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি অধিনায়ক আইয়ারকে।
তিনি ১ রান করে রান আউটের ফাঁদে পড়েছেন। শেষ দিকে আইয়ার ৫৮ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। ২ রান করে অপরাজিত ছিলেন শেরফান রাসফোর্ড।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি পাঞ্জাবের। ১২ রান করে সাজঘরে ফেরেন লোকেশ রাহুল। এরপর দ্রুতই সাজঘরে ফেরেন মায়াঙ্ক আগারওয়াল (২) ও ডেভিড মিলার (৭)।
তৃতীয় উইকেটে মানদীপ সিংকে নিয়ে ৪৫ রানের জুটি গড়েন গেইল। গেইল একপ্রান্ত আগলে রেখে ৩৭ বলে ৬৯ রানে আউট হন। ৬টি বাউন্ডারির সঙ্গে ৫টি ছক্কা মারেন তিনি।
মানদীপ ৩০ রান করে ফিরলে আবারও শুরু হয় পাঞ্জাবের ব্যাটসম্যানদের আসা যাওয়া। শেষ দিকে অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিনের ১৬ ও হারপ্রিত ব্রারের অপরাজিত ২০ রানে ১৬৩ রানের পুঁজি পায় পাঞ্জাব।
দিল্লির হয়ে ৩টি উইকেট নিয়েছেন সন্দিপ লামিচানে। ২টি করে উইকেট গেছে অক্ষর প্যাটেল ও কাগিসো রাবাদার ঝুলিতে।
সংক্ষিপ্ত স্কোরঃ
কিংস ইলেভেন পাঞ্জাবঃ ১৬৩/৭ (২০ ওভার)
(গেইল ৬৯, মানদীপ ৩০; লামিচানে ৩/৪০)
দিল্লি ক্যাপিটেলসঃ ১৬৬/৫
(ধাওয়ান ৫৬, আইয়ার ৫৮*; ভিলজয়েন ২/৩৯)