কোহলির সেঞ্চুরিতে ম্লান রাসেল-রানার ঝড়

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কলকাতা নাইট রাইডার্সকে ১০ রানের ব্যবধানে হারিয়ে আইপিএলের এবারের আসরে দ্বিতীয় জয় তুলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বেঙ্গালুরুর দেয়া ২১৪ রানের জবাবে ২০৩ রানে থেমেছে কলকাতার ইনিংস।
বড় লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৩৩ রানের মধ্যে শীর্ষ ৩ ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়ে কলকাতা। চতুর্থ উইকেটে অভিজ্ঞ রবিন উথাপ্পাকে নিয়ে ৪৬ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দিয়েছেন নিতিশ রানা।
উথাপ্পা ৯ রান করে ফিরলে এই জুটি ভাঙে। এরপর আন্দ্রে রাসেলকে নিয়ে ১১৮ রানের জুটি গড়েন রানা। জুটি গড়্রা পথে মাত্র ৩৩ বলে দারুণ এক অর্ধশতক তুলে নেন রানা।
রাসেল অর্ধশতক তুলে নিয়েছেন মাত্র ২১ বলে। মাত্র ২৫ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হয়েছেন আন্দ্রে রাসেল। রানা শেষ পর্যন্ত ৬৫ রান করে অপরাজিত থাকলেও দলকে জেতাতে পারেননি।
বেঙ্গালুরুর হয়ে ২টি উইকেট নিয়েছেন ডেল স্টেইন। ১টি করে উইকেট গেছে নভদীপ সাইনি ও মার্কুস স্টইনিসের ঝুলিতে।

এর আগে টসে হেরে ব্যাটিং করতে নেমে বিরাট কোহলির সেঞ্চুরিতে ২১৩ রানের বড় পুঁজি পায় বেঙ্গালুরু। ব্যাটিংয়ে নেমে শুরুতেই তাঁরা ওপেনার পার্থিব প্যাটেলের উইকেট হারায়।
তিনি ফিরেছেন ১১ রান করে। বেশিক্ষণ টিকতে পারেননি আকাশদীপ নাথও। তাঁর ব্যাট থেকে এসেছে ১৩ রান। তৃতীয় উইকেট জুটিতে মঈন আলীকে নিয়ে ৯০ রান যোগ করেছেন কোহলি।
২৮ বলে ৬৬ রানের ঝড়ো ইনিংস খেলে মঈন ফিরলে এই জুটি ভাঙে। চতুর্থ উইকেটে মার্কুস স্টইনিসকে নিয়ে আরও ৬৪ রান যোগ করে বেঙ্গালুরুকে রানের পাহাড়ে নিয়ে যান কোহলি।
এই জুটিতে স্টইনিসের অবদান মাত্র ১৭। ইনিংসের শেষ বলে কোহলি ফিরেছেন ৫৮ বলে ১০০ রানের ইনিংস খেলে। ৪০ বলে অর্ধশতক তুলে নেয়া কোহলি সেঞ্চুরি তুলে নিতে মাত্র আর ১৬ বল খরচ করেছেন। কলকাতার হয়ে কুলদীপ, রাসেল, নারিন ও গার্নি নিয়েছেন ১টি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুঃ ২১৩/৪
(কোহলি ১০০, মঈন ৬৬; রাসেল ১/১৭)
কলকাতা নাইট রাইডার্সঃ ২০৩/৫ (২০ ওভার)
(রানা ৮৫*, রাসেল ৬৫; স্টেইন ২/৪০)
ফলাফলঃ ১০ রানে জয়ী বেঙ্গালুরু।