হায়দ্রাবাদের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় আমি নেইঃ ওয়ার্নার

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
এবারের আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়কত্ব না পেলেও ধারণা করা হচ্ছিল দল পরিচালনায় ডেভিড ওয়ার্নারের মতামত গুরুত্বের সঙ্গেই নেওয়া হবে। কিন্তু এবার জানা গেল দলের ম্যানেজমেন্টের নেওয়া সিদ্ধান্তের প্রক্রিয়ায় নেই ওয়ার্নার।
দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে মাঝের দিকে নামা ব্যাটসম্যানদের ব্যর্থতায় বড় হারের পর গণমাধ্যমের সামনে এমনটা জানিয়েছেন তিনি। ওয়ার্নারের ভাষায়,
'ম্যাচের সমস্ত সিদ্ধান্তই ম্যানেজমেন্ট নিয়েছে। আমি এই প্রক্রিয়ার মধ্যে নেই। তাঁদের চিন্তা কি ছিল সেটাও আমার জানা নেই।'

উল্লেখ্য, বল বিকৃতি করার কারণে গত আসরের আইপিএল মিস করেছিলেন ডেভিড ওয়ার্নার। সেবারই অধিনায়ক হন কেন উইলিয়ামসন। সাফল্যের ধারাবাহিকতায় দায়িত্বে আছেন এবারও।
আসরের শুরুতে কোচ টম মুডি বা অধিনায়ক কেন উইলিয়ামসনের কথায় পরিষ্কার ছিল ম্যানেজমেন্টের সিদ্ধান্তে ওয়ার্নারের মতামতের গুরুত্ব থাকার বিষয়টি, যদিও ওয়ার্নারের দাবি ভিন্ন।
এদিকে ম্যাচটিতে ওয়ার্নার-বেয়ারস্টোর ৭২ রানের উদ্বোধনী জুটির পরেও ১৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা হায়দ্রাবাদ হেরে গিয়েছে। শেষদিকে মাত্র ১৫ রানের মধ্যে আট উইকেট হারায় দলটি। ম্যাচে ৫১ রান করা ওয়ার্নার দোষারোপ করছেন নিজেকেই।
'মাঝের সময়টায় আপনি যদি আপনার অভিজ্ঞতা কাজে লাগাতে না পারেন তাহলে নতুন যারা আসলো তাঁদের জন্য কাজটা কঠিন হয়ে যায়। অজুহাত দেওয়ার কিছুই নেই।
'আমরা ভালো শুরু পাওয়ার পরেও সেটা কাজে লাগাতে পারিনি। আমরা এক বা দুই রান করে নিচ্ছিলাম। তাঁদের বোলিং ভালো হয়েছে। তাঁরা আমাদের বাউন্ডারি হাঁকানো থেকে দূরে রেখেছে।'