অবশেষে জয়ের দেখা পেয়েছে কোহলিরা

ছবিঃ- বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অবশেষে হারের বৃত্ত থেকে বের হয়ে আসতে পারল ভিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। টানা ছয়টি হারের পর কিংস ইলেভেন পাঞ্জাবকে আট উইকেটে হারিয়েছে দলটি।


চন্ডিগড়ে ১৭৪ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৪৩ রানে পার্থিব প্যাটেলের (১৯) উইকেট হারায় ব্যাঙ্গালুরু। এরপরে কোহলির সঙ্গে ৮৫ রানের জুটি গড়েন এবি ডি ভিলিয়ার্স।


৫৩ বলে ৬৭ রান করে ফিরে যান কোহলি। তবে দল জিতিয়ে মাঠ ছাড়েন ভিলিয়ার্স। ৩৮ বলে পাঁচটি চার ও দুটি ছক্কায় ৫৯ রান করে অপরাজিত ছিলেন তিনি। সঙ্গী মার্কাস স্টয়নিস করেন ১৬ বলে ২৮* রান।


promotional_ad

এর আগে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে কিংস ইলেভেন পাঞ্জাব। সাবেক দলের বিপক্ষে এদিনে ৯৯ রানে অপরাজিত থাকেন ক্রিস গেইল।


মাত্র এক রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন তিনি। ৬৪ বলে খেলা এই ইনিংসে ছিল দশটি চার ও পাঁচটি ছক্কার মার। 


এছাড়া লোকেশ রাহুল ও মানদ্বীপ সিং করেন ১৮ রান করে ও মায়াঙ্ক আগারওয়াল ও সরফরাজ খান করেন ১৫ রান করে। ব্যাঙ্গালুরুর হয়ে ৩৩ রান খরচায় দুটি উইকেট লাভ করেন যুবেন্দ্র চাহাল। 


সংক্ষিপ্ত স্কোরঃ-


কিংস ইলেভেন পাঞ্জাবঃ- ১৭৩/৪ (২০ ওভার)
(গেইল ৯৯*, মানদ্বীপ ১৮*; চাহাল ২/৩৩)
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুঃ- ১৭৪/২ (১৯.২ ওভার)
(কোহলি ৬৭, ভিলিয়ার্স ৫৯*; অশ্বিন ১/৩০)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball