promotional_ad

রাসেল-পোলার্ড হতে পারে পান্ত

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


উইন্ডিজ তারকা কাইরন পোলার্ড ও আন্দ্রে রাসেলের মতোই হার্ডহিটার ফিনিশার হওয়ার ক্ষমতা রাখেন ভারতের তরুণ উইকেটরক্ষক রিশভ পান্ত, মনে করছেন ভারতের সাবেক অধিনায়ক কৃষ শ্রীকান্ত।


সম্প্রতি জনপ্রিয় ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়ার কলামে এমনটা লিখেছেন সাবেক এই অধিনায়ক। যদিও পোলার্ড বা রাসেল থেকে এখনও অনেককিছু রপ্ত করা বাকী দিল্লী ক্যাপিটালসের হয়ে খেলা পান্তের, মনে করছেন শ্রীকান্ত।



promotional_ad

'আইপিএল এবং ভারতীয় ক্রিকেটে যদি একজন ক্রিকেটার থাকে যে পোলার্ড এবং রাসেলের মতো মারমুখী হতে পারে সে হচ্ছে রিশভ পান্ত। আমার মতে ওর সে ক্ষমতা বেশ ভালো ভাবেই আছে।


'তাঁর বড় শট খেলার সামর্থ্য দারুণ। পোলার্ড এবং রাসেলের যেমন লং অন, লং অফ, মিড উইকেট বা সামনের দিকে খেলতে পারে, পান্তেরও উচিত তাঁদের কাছ থেকে এসব বিষয় রপ্ত করা।' 


তবে এবারের আইপিএলে আশানরুপ খেলতে পারছেন না পান্ত। ২৭ বলে অপরাজিত ৭৮ রানের ইনিংস দিয়ে এবারের আইপিএল শুরু করেছিলেন তিনি। এরপরের পাঁচ ম্যাচে ১৯.৬০ গড়ে রান পেয়েছেন তিনি। 



পান্তের অফফর্মের ব্যাপারে শ্রীকান্ত লিখেছেন, 'আমার কাছে মনে হচ্ছে সে তাঁর প্রতিভা দেখানোর মতো পর্যাপ্ত সময় নিজেকে দিচ্ছে না। শুরু থেকেই সে আগ্রাসী খেলছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball