ঘরের মাঠের ম্যাচগুলোতে নজর হায়দ্রাবাদের

ছবিঃ- বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আগামী তিনটি ম্যাচে নিজেদের মাঠে খেলবে সানরাইজার্স হায়দ্রাবাদ। হোম কন্ডিশনে খেলতে যাওয়া এই তিনটি ম্যাচকে কাজে লাগাতে চান দলের কোচ টম মুডি।


চলতি মাসের ১৪ তারিখ দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ দিয়ে এই তিন ম্যাচের যাত্রা শুরু করবে হায়দ্রাবাদ। এখন পর্যন্ত তিনটি ম্যাচ জেতা এবং বাকী তিনটিতে হেরে যাওয়া দলটি আছে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে।


promotional_ad

এখান থেকে সামনে এগিয়ে যেতে জয়ের বিকল্প দেখছেন না দলটির কোচ। হায়দ্রাবাদের আগামী ম্যাচের আগে বেশ কয়েকদিন সময় থাকায় দলের ক্রিকেটাররা স্বতঃস্ফূর্ত থাকবেন বলেই বিশ্বাস কোচের।


'আমাদের সামনে এগিয়ে যাওয়া উচিত। তিনটিতে আমরা জিতেছি, তিনটি ম্যাচে হেরেছি। আমাদের স্ট্রাইক রেট ৫০ শতাংশ। এখন পর্যন্ত আসরের মাঝপথে আছি আমরা।


'এখনও আত্মবিশ্বাসী আছে দল। ছেলেরা সামনের ম্যাচগুলোর আগে বিশ্রাম পেয়েছে। শারীরিক এবং মানসিকভাবে তাঁরা এখন অনেক সতেজ। সামনে তিনটি ম্যাচই হায়দ্রাবাদে খেলব আমরা। ওগুলোর দিকেই তাকিয়ে আছি।'


এদিকে নিজেদের শেষ ম্যাচে পাঞ্জাবের কাছে হেরেছে হায়দ্রাবাদ। ম্যাচ হারের কারণ হিসেবে ২০ রানের ঘাটতিকেই দেখছেন কোচ। এই প্রসঙ্গে জানান,


'কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে আমরা ভালো খেলতে পারিনি। ম্যাচটিতে ১৫০ রান করেছিলাম আমরা। ২০ রান কম করেছি বলে আমার মনে হয়।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball