কলকাতার শীর্ষস্থান কেড়ে নিলো চেন্নাই

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে সাত উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করল ম্যাচের আগে দুই নম্বরে থাকা দল চেন্নাই সুপার কিংস।
মহেন্দ্র সিং ধোনির দল ছয় ম্যাচে জিতেছে পাঁচটিতে, অপরদিকে সদ্য দুইয়ে নেমে আসা কলকাতার জয় ছয়টি ম্যাচ খেলে চারটিতে।
ঘরের মাঠে ১০৯ রানের কম লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ১৮ রানে শেন ওয়াটসনের উইকেট হারায় চেন্নাই। নয় বলে ১৭ করে ফেরেন সাবেক অজি অলরাউন্ডার।
এরপরে ১৪ রান করে ফিরেছেন সুরেশ রায়নাও। দুটি উইকেটই নিয়েছেন সুনিল নারিন। ৩৫ রানে দুই উইকেট পড়ার পর ৪৬ রানের জুটি গড়েন ফাফ ডু প্লেসিস এবং আম্বাতি রায়ুডু।

পীযূষ চাওলার বলে ২১ রান করা রায়ুডু ফিরে গেলে ডু প্লেসিসের সঙ্গে যোগ দেন কেদার যাদব। এই জুটিই শেষ করে আসে ম্যাচ। ৪৫ বলে ৪৩ রান করে ডু প্লেসিস অপরাজিত থাকেন। সঙ্গী কেদার যাদব করেন ৮* রান।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১০৮ রান তোলে কলকাতা। চেন্নাইয়ের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি দলটি।
দীপক চাহার নিয়েছেন তিনটি উইকেট। এছাড়া হরভাজন সিং এবং ইমরান তাহির নিয়েছেন দুটি করে উইকেট।
কলকাতার ব্যাটসম্যানদের মধ্যে এদিনে কেবল রান পেয়েছেন ইনফর্ম আন্দ্রে রাসেল। ৪৪ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কায় অপরাজিত ৫০ রান করেছেন তিনি।
এছাড়া অধিনায়ক দিনেশ কার্তিকের ব্যাট থেকে আসে ১৯ রান এবং রবিন উথাপ্পার ব্যাট থেকে আসে ১১ রান। কলকাতার আর কোন ব্যাটসম্যান দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।
সংক্ষিপ্ত স্কোরঃ-
কলকাতা নাইট রাইডার্সঃ- ১০৮/৯ (২০ ওভার)
(রাসেল ৫০*, কার্তিক ১৯; চাহার ৩/২০)
চেন্নাই সুপার কিংসঃ- ১১১/৩ (১৭.২ ওভার)
(ডু প্লেসিস ৪৩*, রায়ুডু ২১; নারিন ২/১৮)