বিশ্বকাপে ধোনি-কোহলির 'ঠাণ্ডা-গরম' ফর্মুলা

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপে ভালো ফলাফল পেতে হলে অধিনায়ক ভিরাট কোহলির গরম মেজাজের সঙ্গে সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ঠাণ্ডা মেজাজও প্রয়োজন বলে মনে করছেন ভারতের সাবেক অধিনায়ক চান্দু বর্দে।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই অধিনায়ক জানান, 'কোহলির গরম (উত্তেজিত) মনোভাব এবং ধোনির ঠাণ্ডা মেজাজ যদি মেলানো যায় তাহলেই বিশ্বকাপে ভালো ফলাফল করবে ভারত।'

ধোনির নেতৃত্বেই ২০১১ সালের বিশ্বকাপ জিতেছিল ভারত। এছাড়া ২০০৭ এবং ২০১৫ সালের বিশ্বকাপেও খেলেছেন ধোনি। তাঁর এমন অভিজ্ঞতা কাজে আসবে কোহলির, মনে করছেন বর্দে।
মাঠেই মাঝেমধ্যে উত্তেজনায় মেজাজ হারিয়ে ফেলেন কোহলি। এমন সময় দলের প্রয়োজন ধোনিকে। তবে ম্যাচ জিততে কোহলির ক্ষুধাও অনুপ্রাণিত করবে দলের অন্য ক্রিকেটারদের, মনে করছেন বর্দে।
'ধোনি দলের জন্য বাড়তি পাওনা। তাঁর অভিজ্ঞতা দলের কাজে লাগবে। ধোনি কোন পরিস্থিতিতেই ঘাবড়ে যায় না, এইদিক বিবেচনায় সে ঠাণ্ডা মেজাজের এবং অসাধারণ।
'তাঁর এমন ঠাণ্ডা মেজাজ কোহলির কাজে আসবে। কেননা কোহলি ধোনির মতো ঠাণ্ডা মেজাজের নয়। কোহলি একটু দ্রুতই উত্তেজিত হয়। তবে ম্যাচ জেতার জন্য তাঁর ক্ষুধা দলের সব ক্রিকেটারকে অনুপ্রাণিত করবে।'