হায়দ্রাবাদ একাদশে নেই সাকিব

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
আজ প্রিমিয়ার লীগে (আইপিএল) নিজেদের ষষ্ঠ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ মুখোমুখি হচ্ছে কিংস ইলেভেন পাঞ্জাবের। পাঞ্জাবের মাঠে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।
টুর্নামেন্টে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে দুই দল। এই ম্যাচের শুরুতে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাঞ্জাব দলপতি রবিচন্দ্রন অশ্বিন।

এদিকে, গত বেশ কয়েকটি ম্যাচেই টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের জায়গা হয়নি হায়দ্রাবাদের একাদশে। এই ম্যাচেও একাদশে নেই সাকিব। তাছাড়া, নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনও নেই একাদশে।
তার পরিবর্তে হায়দ্রাবাদকে নেতৃত্ব দিচ্ছেন ভুবনেশ্বর কুমার।
কিংস ইনিংস পাঞ্জাব একাদশঃ লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ক্রিস গেইল, মায়াঙ্ক আগরওয়াল, সারফরাজ খান, ডেভিড মিলার, মান্দিপ সিং, স্যাম কারান, রবিচন্দ্র অশ্বিন (অধিনায়ক), মুরগান অশ্বিন, মোহাম্মদ শামী, মুজিব উর রহমান।
সানরাইজার্স হায়দ্রাবাদ একাদশঃ ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, বিজয় শংকর, মানিশ পাণ্ডে / রিকি ভূই, ইউসুফ পাঠান, দীপক হুডা, মোহাম্মদ নবী, রশিদ খান, ভুবনেশ্বর কুমার (অধিনায়ক), সন্দীপ শর্মা, সিদ্ধার্থ কউল।