অলরাউন্ড নৈপুণ্যে জিতে শীর্ষে কলকাতা

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
জয়পুরে রাজস্থান রয়্যালসকে আট উইকেটে হারিয়ে আইপিএল পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে কলকাতা নাইট রাইডার্স। সাবেক চ্যাম্পিয়নরা মোট পাঁচ ম্যাচ খেলে জিতেছে চারটিতে।
১৪০ রানের মাঝারী লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ভঙ্গিমায় খেলেন কলকাতার দুই ওপেনার ক্রিস লিন এবং সুনিল নারিন।
উদ্বোধনী জুটিতেই তাঁরা তোলেন ৯১ রান। ২৫ বলে ছয়টি চার ও তিনটি ছক্কায় ৪৭ রান করে নারিন ফিরলেও হাফ সেঞ্চুরি করে ফিরেছেন লিন। নারিনের সমান চার-ছক্কায় ৩২ বলে ৫০ রান করেছেন তিনি।

কলকাতার হয়ে বাকী আনুষ্ঠানিকতা সারেন রবিন উথাপ্পা (১৬ বলে ২৬*) এবং শুভমান গিল (১০ বলে ৬*)। রাজস্থানের হয়ে দুটি উইকেটই পেয়েছেন শ্রেয়াশ গোপাল।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ১৩৯ রান করে রাজস্থান। দলের হয়ে ৫৯ বলে সাতটি চার ও একটি ছক্কার সহায়তায় ৭৩* রান করেন স্টিভ স্মিথ।
এছাড়া ৩৪ বলে ৩৭ রান করেন ইনফর্ম ওপেনার জশ বাটলার। কলকাতার বোলারদের ইকোনমিক্যাল বোলিংয়ের সামনে বেশি রান করতে পারেনি রাজস্থান। অপরদিকে ৩৭ বল হাতে রেখেই খেলা শেষ করেছে কলকাতা।
সংক্ষিপ্ত স্কোরঃ-
রাজস্থান রয়্যালসঃ- ১৩৯/৩ (২০ ওভার)
(স্মিথ ৭৩*, বাটলার ৩৭; গার্নে ২/২৫)
কলকাতা নাইট রাইডার্সঃ- ১৪০/২ (১৩.৫ ওভার)
(লিন ৫০, নারিন ৪৭; গোপাল ২/৩৫)