প্রতিদিন 'অজুহাত' দিতে নারাজ কোহলি

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলে টানা ছয় ম্যাচ হেরে হতাশ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক ভিরাট কোহলি। টানা হারের কোনও অজুহাত দিতেও নারাজ তিনি।
মূলত দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচটি সহ বাকী ম্যাচগুলোতে সহজ সুযোগ হাতছাড়া করায় মানসিকভাবে বিপর্যস্ত কোহলি। গণমাধ্যমের সামনে জানান,

'আমরা ভেবেছিলাম ১৬০-১৬৫ রান করলে লড়াই করতে পারব। এমনকি ১৫০ হলেও লড়াই করা যেতো। কিন্তু আমরা আমাদের সহজ সুযোগগুলো হারিয়েছে। আমাদের সেগুলো কাজে লাগানো উচিত ছিল।
'আমরা প্রতিদিন অজুহাত দেখাতে পারব না। আমরা আজকেও ভালো খেলতে পারিনি, এটাই ব্যাঙ্গালুরুর সারা দিনের গল্প।
দলের ক্রিকেটারদের নিয়মিত সেরা পারফর্মেন্স উপহার দিতে বলা হলেও বারংবার ব্যর্থ হচ্ছে তাঁরা। একারণেই টানা হারের বৃত্ত থেকে বের হতে পারেনি কোহলির দল। তিনি আরও জানান,
'এর চেয়ে বেশি দলকে কিছু বলা যায়না। আমরা তাঁদের বলেছি, এগিয়ে আসতে এবং নিজেদের সেরা খেলাটা উপহার দিতে। এখনও আমরা এমন কিছুই করতে পারিনি, এটা আমাদের মেনে নিতে হবে। আমরা হতাশ হয়ে পড়ছি।'