টানা ষষ্ঠ হার বেঙ্গালুরুর

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে এবারের আসরে নিজেদের তৃতীয় জয় তুলে নিয়েছে দিল্লি ক্যাপিটেলস। বেঙ্গালুরুর দেয়া ১৫০ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪ উইকেট হাতে রেখেই জয় তুলে নিয়েছে দিল্লি। এর ফলে টানা ৬ ম্যাচে হারের মুখ দেখলো বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
মাঝারি লক্ষ্যে খেলতে নেমে কোনো রান যোগ না করেই সাজঘরে ফেরেন শিখর ধাওয়ান। তিনি ফিরেছেন টিম সাউদির শিকার হয়ে নভদীপ সাইনির হাতে ক্যাচ দিয়ে।
দ্বিতীয় উইকেটে ৬৮ রান যোগ করেছেন পৃথ্বী শ ও শ্রেয়াশ আইয়ার। ব্যক্তিগত ২৮ রানে শ নেগির শিকার হলে এই জুটি ভাঙে। তৃতীয় উইকেটে ৩৭ রান যোগ করেছেন আইয়ার ও ইনগ্রাম।
২২ রান করা ইনগ্রামকে লেগ বিফোরের ফাঁদে ফেলে আউট করেছেন মঈন আলী। এরপর দলীয় ১৪৫ রানে ৬৭ রান করা আইয়ার সাইনির বলে চাহালের হাতে ক্যাচ দিলে দ্রুত উইকেট হারাতে থাকে দিল্লি।
মরিস ফিরেছেন কোনো রান যোগ করার আগেই সাইনির শিকার হয়ে। এরপর পান্টও আউট হয়ে যান ১৮ রান করে সিরাজের বলে সাউদির ক্যাচ হয়ে। ফলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দিল্লি। সেখান থেকে ৭ বল হাতে রেখেই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন অক্ষর প্যাটেল ও রাহুল তেওয়াতিয়া।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ৯ রান করে আউট হন পার্থিব প্যাটেল। ১৬ রানের ওপেনিং জুটি ভাঙার পর দ্বিতীয় উইকেটে ২৪ রান যোগ করেছেন এবি ডি ভিলিয়ার্স ও বিরাট কোহলি।
ভিলিয়ার্স ফিরেছেন ১৭ রান করে। কোহলিকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেনননি মার্কুস স্টইনিস। তাঁর ব্যাট থেকে এসেছে ১৫ রান। এরপর মঈন আলী অবশ্য দারুণ ব্যাট করে বেঙ্গালুরুকে বড় সংগ্রহের স্বপ্ন দেখিয়েছিলেন।
কোহলি-মঈনের এই জুটি ভেঙেছে ৩৭ রানে। মঈন আউট হয়েছেন ৩২ রান করে। একপ্রান্ত আগলে রাখা কোহলি ৪১ রান করে ফিরলে বড় রানের স্বপ্ন শেষ হয়ে যায় বেঙ্গালুরুর।
শেষ দিকে আকাশদীপ নাথ ১৯ রান করে দলকে মাঝারি সংগ্রহে পৌঁছে দিয়েছেন। দুই অঙ্কে পৌঁছাতেই ব্যর্থ হয়েছেন পবন নেগি (০) ও মোহাম্মদ সিরাজ (১)। ৯ রান করে টিম সাউদি ও যুজবেন্দ্রা চাহাল ১ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন।
দিল্লির হয়ে একাই ৪ উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা। ২টি উইকেট নিয়েছেন ক্রিস মরিস। আর ১টি করে উইকেট গেছে অক্ষর প্যাটেল ও সন্দিপ লামিচানের ঝুলিতে।
সংক্ষিপ্ত স্কোরঃ
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুঃ ১৪৯/৮ (২০ ওভার)
(কোহলি ৪১, মঈন আলী ৩২; রাবাদা ৪/২১)
দিল্লি ক্যাপিটেলসঃ ১৫২/৬ (১৮.৫ ওভার)
(আইয়ার ৬৭, শ ২৮; সাইনি ২/২৪)