জোসেফের সামনে অসহায় আত্মসমর্পণ হায়দ্রাবাদের

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
আলজারি জোসেফের তোপে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ৪০ রানে হেরেছে সাকিব আল হাসান বিহীন সানরাইজার্স হায়দ্রাবাদ। লো স্কোরিং ম্যাচে যেন পাত্তাই পায়নি হায়দ্রাবাদ। অভিষেক ম্যাচে খেলতে নেমেই ছয় উইকেট নিয়েছেন জোসেফ।
মুম্বাইয়ের ছুঁড়ে দেওয়া ১৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে উদ্বোধনী জুটিতে ৩৩ রান করে হায়দ্রাবাদ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি।
দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো করেন যথাক্রমে ১৫ ও ১৬ রান। মিডল অর্ডারে একে একে ব্যর্থ হয়ে ফেরেন বিজয় শঙ্কর (৫), মানিস পান্ডে (১৬), দীপক হুদা (২০) ও ইউসুফ পাঠান (০)।

৬২ রানে পাঁচ উইকেট হারানো দলটি তাই আর জয়ের মুখ দেখতে পারেনি। শেষপর্যন্ত অলআউট হয়েছে ১৭.৪ ওভার খেলে ৯৬ রানে।
এর আগে হায়দ্রাবাদও করেছে নিয়ন্ত্রিত বোলিং। যার কারণে উল্লেখযোগ্য কোন জুটি গড়তে পারেনি মুম্বাই। তবে নিয়মিত আসা যাওয়ায় ব্যস্ত থাকলেও শেষদিকে কাইরন পোলার্ডের ২৬ বলে করা ৪৬* রানের সুবাদে লড়াই করার মতো স্কোরই পেয়েছে মুম্বাই।
এছাড়া কুইন্টন ডি কক করেছেন ১৯ রান, হার্দিক পান্ডিয়ার ব্যাটে আসে ১৪ রান। ১৭ রান করেন ইশান কিশান। হায়দ্রাবাদের হয়ে সিদ্ধার্থ কোল দুটি উইকেট লাভ করেন।
সংক্ষিপ্ত স্কোরঃ-
মুম্বাই ইন্ডিয়ান্সঃ- ১৩৬/৭ (২০ ওভার)
(পোলার্ড ৪৬*, ডি কক ১৯; কোল ২/৩৪)
সানরাইজার্স হায়দ্রাবাদঃ- ৯৬/১০ (১৭.৪ ওভার)
(হুদা ২০, বেয়ারস্টো ১৬; জোসেফ ৬/১২)