পাঞ্জাবকে হারিয়ে টেবিলের শীর্ষে চেন্নাই

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলে ঘরের মাঠে কিংস ইলেভেন পাঞ্জাবকে ২২ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো চেন্নাই সুপার কিংস।
টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেটে ১৬০ রান করেছিলো চেন্নাই। জবাবে ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৩৮ রানে থেমেছে কিংস ইলেভেন পাঞ্জাব।
এদিনে পাঞ্জাবের হয়ে রান পেয়েছেন কেবল লোকেশ রাহুল এবং সরফরাজ খান। রাহুলের ব্যাটে আসে ৪৭ বলে ৫৫ রান। সরফরাজ করেন ৫৯ বলে ৬৭ রান।

এছাড়া দুই অঙ্কের রানও পাননি পাঞ্জাবের কোন ব্যাটসম্যান। এর আগে ফাফ ডু প্লেসিসের ফিফটি এবং অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ফিনিশিংয়ে বড় রানের দেখা পায় চেন্নাই।
চেন্নাইয়ের উদ্বোধনী জুটি টিকেছে ৫৬ রান পর্যন্ত। ২৬ রানে শেন ওয়াটসন ফিরে গেলে হাল ধরেন ডু প্লেসিস এবং রায়না। দলীয় ১০০ রানে ব্যক্তিগত ৫৪ রানে ফিরেছেন ডু প্লেসিস।
৩৮ বলে দুটি চার ও চারটি ছয়ে তাঁর ব্যাটে আসে ৫৪ রান। দলীয় ১০০ রানে ফিরেছেন রায়নাও। এরপরে ধোনির ২৩ বলে ৩৭* ও আম্বাতি রায়ুডুর ১৫ বলে ২১* রানের সুবাদে লড়াই করার মতো রান পায় চেন্নাই।
কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ২৩ রান খরচায় তিন উইকেট নিয়েছেন অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন।
সংক্ষিপ্ত স্কোরঃ-
চেন্নাই সুপার কিংসঃ- ১৬০/৩ (২০ ওভার)
(ডু প্লেসিস ৫৪, ধোনি ৩৭*; অশ্বিন ৩/২৩)
কিংস ইলেভেন পাঞ্জাবঃ- ১৩৮/৫ (২০ ওভার)
(সরফরাজ ৬৭, রাহুল ৫৫; হরভাজন ২/১৭)