সাকিবকে ছাড়াই মুম্বাইয়ের মুখোমুখি হায়দ্রাবাদ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ৪ ম্যাচ খেলে ৩ জয়ে পয়েন্ট টেবিলের ২ নম্বরে রয়েছে হায়দ্রাবাদ।
সমান সংখ্যক ম্যাচ খেলে ২টি ম্যাচে জয় পেয়েছে মুম্বাই। এই ম্যাচের শুরুতে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন হায়দ্রাবাদ দলপতি ভুবনেশ্বর কুমার।

আগের ৩ ম্যাচের মতো এই ম্যাচের একাদশেও জায়গা হয়নি টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বিদেশী কোটায় হায়দ্রাবাদ দলে খেলছেন, ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, মোহাম্মদ নবী ও রশিদ খান।
সানরাইজার্স হায়দ্রাবাদ (একাদশ): ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), বিজয় শংকর, মনিষ পান্ডে, দীপক হুদা, ইউসুফ পাঠান, মোহাম্মদ নবী, রশিদ খান, ভূবনেশ্বর কুমার (অধিনায়ক), সন্দীপ শর্মা, সিদ্ধার্থ কৌল।
মুম্বাই ইন্ডিয়ানস (একাদশ): কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, কিরন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, জেসন বেহরেন্ড্রফ, রাহুল চাহর, আলজরি জোসেফ, জাসপ্রিত বুমরাহ।