ইনজুরিতে ছিটকে গেলেন ব্রাভো

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝ পথে বড় দুঃসংবাদ পেল চেন্নাই সুপার কিংস। ইনজুরিতে কারণে ২ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন অলরাউন্ডার ডুয়াইন ব্রাভো।
গ্রেড ওয়ান হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন তিনি। চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইক হাসি নিশ্চিত করেছেন ব্রাভোর ইনজুরির খবরটি। তিনি মনে করেন এটা দলের চিন্তার কারণ হয়ে দাঁড়াবে।

'আমি মনে করি এটা কিছুটা দলের চিন্তার কারণ হয়ে দাঁড়াবে কিন্তু আমি নিশ্চিত আমরা একত্র হয়ে শক্তিশালী দল হয়ে উঠতে পারব। এটা আমাদের দলের জন্য বড় ক্ষতি। আমরা এর আগেও এরকম চ্যালেঞ্জ মোকাবেলা করেছি। আশা করছি আমরা আবারও পারবো।'
চেন্নাইয়ের ডেথ ওভারের কান্ডারি হিসেবে দায়িত্ব পালন করেছেন ব্রাভো। হাসি জানিয়েছেন, তারা ভিন্ন কোনো বিকল্প কাজে লাগাবেন। স্পিনাররা ব্রাভোর শূন্যতা পূরণ করতে পারেন।
'আমি নিশ্চিত যে ধোনী এবং ফ্লেমিং স্কট কুজ্ঞেলেইনকে দেখবেন এবং ডেথ ওভারে তাঁর বোলিং মূল্যায়ণ করবেন। আমাদের শার্দুল আছে। মোহিতও ডেথ ওভারে বল করতে পারে। এটা পরিস্থিতির উপর নির্ভর করছে। এমন পরিস্থিতি যদি আসে, আমি মনে করি কোনো স্পিনার ডেথ ওভারে বোলিং করবে। আমি নিশ্চিত যে এটা নিয়ে অনেক কৌশলগত চিন্তা ভাবনা হবে এবং এটি খেলার গুরুত্বপূর্ণ অংশ।'
আসর শুরুর আগেই প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিদি ছিটকে গেছেন ইনজুরিতে। তাঁর বদলি হিসেবে গত সপ্তাহেই দলে নেয়া হচ্ছে কিউই অলরাউন্ডার স্কট কুজ্ঞেলেইনকে। তাছাড়া, পারিবারিক কারণে আইপিএলে খেলা হচ্ছে না চেন্নাইয়ের আরেক তারকা ডেভিড উইলির। ফলে একাদশ সাজাতেই অনেক চিন্তা ভাবনা করতে হবে তাদের।