promotional_ad

টানা তৃতীয় জয়ে টেবিলের শীর্ষে হায়দ্রাবাদ

ছবিঃ- বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আইপিএলে দিল্লীর ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে স্বাগতিক দলের বিপক্ষে পাঁচ উইকেটের জয় পেয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। কলকাতায় প্রথম ম্যাচ হারার পর এনিয়ে টানা তিন জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে সাকিবহীন হায়দ্রাবাদ।


১৩০ রানের ছোটো লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলেন দলের ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো। ২৮ বলে নয়টি চার ও একটি ছক্কায় ৪৮ রান করে ফিরে যান তিনি।


দলীয় ৬৪ রানে উদ্বোধনী উইকেট পতনের পর একশ রানের মাঝে আরও তিনটি উইকেট হারায় হায়দ্রাবাদ। একে একে ফিরে যান ডেভিড ওয়ার্নার (১০), মানিশ পান্ডে (১০) এবং বিজয় শঙ্কর (১৬)।



promotional_ad

দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে ব্যর্থ হন দীপক হুদাও (১০)। শেষে ইউসুফ পাঠানের ৯* এবং মোহাম্মদ নবীর ৯ বলে ১৭* রানের কল্যাণে নয় বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে হায়দ্রাবাদ।  


এর আগে টসে হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১২৯ রান করে দিল্লী ক্যাপিটালস। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন দিল্লী অধিনায়ক শ্রেয়াশ আইয়ার।


শেষদিকে অক্ষর প্যাটেলের ১৩ বলে ২৩* রানের সুবাদে এমন সংগ্রহ পায় দিল্লী। এদিনে নিয়ন্ত্রিত বোলিং করেছিলো হায়দ্রাবাদের সব বোলার।


ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ নবী এবং সিদ্ধার্থ কোল- প্রত্যেকেই পেয়েছেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছেন রশিদ খান এবং সন্দীপ শর্মা। 



সংক্ষিপ্ত স্কোরঃ-


দিল্লী ক্যাপিটালসঃ ১২৯/৮ (২০ ওভার)
(আইয়ার ৪৩, প্যাটেল ২৩*; নবী ২/২১)
সানরাইজার্স হায়দ্রাবাদঃ ১৩১/৫ (১৮.৩ ওভার)
(বেয়ারস্টো ৪৮, নবী ১৭*; শর্মা ১/৫)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball