অ্যান্ডারসন-অশ্বিনের কাদা ছোঁড়াছুড়ি

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলে রাজস্থান রয়্যালস ব্যাটসম্যান জশ বাটলারকে ম্যানকাড আউট করার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে একটি আপত্তিকর ভিডিও দিয়েছিলেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। এবার তার জবাব দিয়েছেন অশ্বিন।
আপত্তিকর সেই ভিডিওতে দেখা যায়, ম্যানকাড আউটের প্রসঙ্গ আসায় কাগজে ছাপানো অশ্বিনের একটি ছবি কাটার মেশিনের ভিতরে ঢুকিয়ে তা কয়েক টুকরো করে ফেলেন অ্যান্ডারসন। এর জবাবে অশ্বিন বলেন,

'জেমস অ্যান্ডারসন মনে করতে পারেন যা আমি করেছি সেটা ভুল। হয়তো পরে একসময় সে নিজেই ম্যানকাডিং করবে। এটা কি ভুল নাকি সঠিক এই প্রশ্ন আসছে। আমার মনে হয় নিয়মের বাইরে আমি কিছুই করিনি।
'যারা আমাকে চিনে এটা তাঁদের কাছে পরিষ্কার থাকাই ভালো। আমি যা করেছি নিয়মের বাইরে কিছুই করিনি। আমার দল তার পর থেকে আমার সাথেই আছে। অনেকেই আমার কাছে এসেছে এবং বলেছে আমি যা করেছি ভালো করেছি।'
বিষয়টিকে নিয়ে অনেক বেশি চিন্তিত নন অশ্বিন। বরঞ্চ স্বাভাবিকভাবেই দেখছেন এমন ঘটনা। ভারতীয় এক গণমাধ্যমকে আরও জানান,
'এটা নিয়ে আমি ভাবছিনা। আমার কাছে ভালো লাগছে যে সাবেক এবং বর্তমান ইংলিশ ক্রিকেটাররা তাঁদের দেশের ক্রিকেটারের পক্ষে দাঁড়িয়েছে। আমার দেশের ক্রিকেটাররাও আমার পক্ষেই বলছে।'