ওয়ার্নার তৃষ্ণার্তঃ মুডি

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা পাওয়ার পর রানের ক্ষুধা অনেক বেশি বেড়ে গিয়েছে অজি ওপেনার ডেভিড ওয়ার্নারের, মনে করছেন সানরাইজার্স হায়দ্রাবাদের কোচ টম মুডি।
একারণে আইপিএলে ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটিয়ে চলেছেন ওয়ার্নার, মনে করছেন হায়দ্রাবাদের কোচ। সম্প্রতি এক ভিডিও বার্তায় বলেছেন,

'মানসিকভাবে সে স্বস্তিতে আছে। সে পরিপূর্ণ লক্ষ্য নিয়েই ক্রিকেটে ফিরেছে। তাঁর প্রমাণের অনেক কিছুই আছে। ভালো করার জন্য অন্য সব সেরা ক্রিকেটারের মতোই সে তৃষ্ণার্ত।
'১২ মাস সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিল, এজন্য তাঁকে একটু বেশিই মনোযোগী থাকতে হয়েছে। ছয়মাস তাঁকে অতিরিক্ত পরিশ্রম করতে হয়েছে। সে এসময়ে দুটি ফ্র্যাঞ্চাইজি লীগে খেলেছে, এছাড়া সিডনিতেও খেলেছে।'
মুডির কথার প্রমাণ মিলেছে চলমান আইপিএলে ওয়ার্নারের পারফর্মেন্সে। তিন ম্যাচে একটি সেঞ্চুরিসহ ২৫৪ রান করে এখন পর্যন্ত রান তালিকার শীর্ষে আছেন ওয়ার্নার। ইতিবাচক মানসিকতাই আগ্রাসী করে তুলেছে ওয়ার্নারকে, এমনটাও বিশ্বাস মুডির।
'মানসিকভাবে সে সবসময় ইতিবাচক ছিল। তাঁর লক্ষ্য খুবই অটুট ছিল। ১২ মাস সে, স্মিথ আর ব্যানক্রফট অনেক খারাপ অবস্থায় ছিল, যা থেকে উঠে আসে মানসিকভাবে শক্ত থাকাটা গুরুত্বপূর্ণ ছিল।'