promotional_ad

সৌরভের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের পরামর্শক হিসেবে কাজ করছেন ক্রিকেট এসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি সৌরভ গাঙ্গুলি। একই সাথে দুটি দায়িত্ব পালন করায় পক্ষপাতিত্বের অভিযোগ উঠছে সাবেক এই ভারতীয় অধিনায়কের ওপর। 


ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটেলসের ম্যাচে দিল্লির সাথে ছিলেন সৌরভ। যার ফলে কলকাতার তিন বাসিন্দা, রঞ্জিত শীল, ভাসওয়তী সান্টুয়া ও অভিজিৎ মুখার্জী ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিচারপতি ডিকে জেইনের কাছে অভিযোগ করে দুই দায়িত্ব পালনের ব্যাখ্যা চেয়ে চিঠি লিখেছিলেন।


এরই ধারাবাহিকতায় সৌরভের কাছে কারণ জানতে চেয়েছেন বিসিসিআই বিচারপতি। চলতি মাসের ৭ তারিখ কারণ ব্যাখ্যা করবেন গাঙ্গুলি, এমনটাই জানা গেছে।



promotional_ad

এ বিষয়ে বিসিসিআইয়ের বিচারপতি জানান 'হ্যা, আমি দিল্লি ক্যাপিটেলসের পরামর্শদাতা ও প্রাদেশিক সভাপতি হিসেবে দায়িত্ব পালনে পক্ষপাতিত্বের বিষয়ে অভিযোগের জবাব দেয়ার জন্য সৌরভ গাঙ্গুলিকে অনুরোধ করেছি।'


বিসিসিআইয়ের নতুন সংবিধান অনুযায়ী সৌরভের দায়িত্ব পালন পুরোটাই প্রশ্নবিদ্ধ। একই ব্যক্তি দুটি দায়িত্বে কোনো ভাবেই অধিষ্ঠিত থাকতে পারবে না বলে স্পষ্ট উল্লেখ আছে।


'স্পষ্টতই কোনো ব্যক্তি একটির বেশি পদে অধিষ্ঠিত থাকতে পারবেন না একই সময়ে এই নিয়মের বাইরে।'


সৌরভ গাঙ্গুলি দিল্লির পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পালন করলেও, তাঁর ভূমিকা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তিনি নিয়মিতই দিল্লি ক্যাপিটেলসের ডাগ আউটে থাকছেন এবং প্রধান কোচ রিকি পন্টিংয়ের সাথে অনুশীলনে কাজ করছেন। 



প্রশ্নের সম্মুখীন না হতে, দিল্লিতে যোগ দেয়ার আগে বিসিসিআইয়ের টেকনিক্যাল কমিটি থেকেও পদত্যাগ করেছিলেন তিনি। তবে, তাতেও শেষ রক্ষা হলো না এই সাবেক ভারতীয় অধিনায়কের।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball