promotional_ad

রাজস্থানের প্রথম জয়, হারের বৃত্তে বেঙ্গালুরু

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


স্টিভ স্মিথ ও রাহুল ত্রিপাঠির দায়িত্বশীল ব্যাটিংয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রাজস্থান রয়্যালস। বেঙ্গালুরুর দেয়া ১৫৯ রানের লক্ষ্যে ১ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে রাজস্থান।


এর ফলে আইপিএলের এবারের আসরে ৪ ম্যাচ খেলে সবকটিতেই হারের মুখ দেখল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অন্যদিকে ৪ ম্যাচ খেলে প্রথম জয়ের দেখা পেয়েছে রাজস্থান।


১৫৯ রানের মাঝারি লক্ষ্যে খেলতে নেমে রাজস্থানকে উড়ন্ত সূচনা এনে দেন আজিঙ্কা রাহানে ও জস বাটলার। এই দুজনে ওপেনিং জুটিতে যোগ করেছেন ৬০ রান।


২২ রান করা রাহানেকে লেগ বিফরের ফাঁদে ফেলে এই জুটি ভেঙেছেন যুযবেন্দ্রা চাহাল। এরপর দারুণ এক অর্ধশতক তুলে নেয়া বাটলারকে স্টইনিসের ক্যাচ বানিয়ে আউট করেছেন চাহাল।


তৃতীয় উইকেটে ৫০ রান যোগ করে দলকে জয়ের অনেক কাছে নিয়ে গিয়েছিলেন রাহুল ত্রিপাঠি ও স্টিভ স্মিথ। ৩৮ রান করা স্মিথকে ফিরিয়ে ম্যাচ অনেকটাই জমিয়ে তুলে ছিলেন মোহাম্মদ সিরাজ।



promotional_ad

তবে, ত্রিপাঠির দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ রক্ষা হয়নি বেঙ্গালুরুর। ১ বল হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে রাজস্থান। ত্রিপাঠি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৩৪ রান করে। 


শেষ দিকে নামা বেন স্টোকস ১ রান করে অপরাজিত ছিলেন। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৪৯ রান যোগ করেন বিরাট কোহলি ও পার্থিব প্যাটেল।


২৩ রান করে ফিরেছেন কোহলি। তাকে দিয়েই নিজের শিকার শুরু করেন শ্রেয়াশ গোপাল। এই লেগব্রেক বোলার কোহলিকে বোল্ড করে আউট করেছেন। এরপর ১৩ রান করা এবি ডি ভিলিয়ার্সকে ও ১ রান করা শিমরন হ্যাটমিয়ারকে ফিরিয়েছেন তিনি।


নিয়মিত উইকেট হারালেও একপ্রান্ত আগলে খেলেছেন প্যাটেল। তাঁর ব্যাট থেকে এসেছে ৬৭ রান। চতুর্থ উইকেটে তিনি মার্কুস স্টইনিসকে নিয়ে যোগ করেছেন ৫৩ রান।


৬৭ রান করে প্যাটেল আর্চারের বলে রাহানের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেও মঈন আলীকে নিয়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন স্টইনিস। তিনি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৩১ রান করে। আর মঈন আলীর ব্যাট থেকে এসেছে অপরাজিত ১৮ রান।


সংক্ষিপ্ত স্কোরঃ



রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুঃ ১৫৮/৪ (২০ ওভার)


(প্যাটেল ৬৭, কোহলি ২৩; গোপাল ৩/১২)


রাজস্থান রয়্যালসঃ ১৬৪/৩ (১৯.৫ ওভার)


(বাটলার ৫৯, স্মিথ ৩৮, ত্রিপাঠি ৩৪; চাহাল ২/১৭)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball