পারফর্মেন্স ধরে রাখাই মূল লক্ষ্য সাকিব-রশিদদের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিজেদের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ১১৮ রানের বড় ব্যবধানে জিতেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। দিল্লির বিপক্ষে পরবর্তী ম্যাচে এই পারফর্মেন্স ধরে রাখাই মূল লক্ষ্য হায়দ্রাবাদের। এমনটাই জানিয়েছেন সাকিব-উইলিয়ামসনরা।
মঙ্গলবার দিল্লির উদ্দেশ্যে হায়দ্রাবাদ ছেড়েছেন সাকিবরা। এর আগে এক ভিডিও বার্তায় টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান জানিয়েছেন, শেষ ম্যাচে বড় জয়ে দলের সবাই দারুণ আত্মবিশ্বাসী।

'আমরা এই মুহূর্তে দারুণ করছি, আমরা ভালো অবস্থানে আছি। ছেলেরা আত্মবিশ্বাসী। শেষ দুটি ম্যাচে আমরা দুর্দান্ত খেলেছি। আশা করছি দিল্লিতে এই পারফর্মেন্স ধরে রাখতে পারবো।'
বৃহস্পতিবার দিল্লির মুখোমুখি হবে হায়দ্রাবাদ। এর আগে শিখর ধাওয়ান, ঋষভ পান্টদের নিয়ে গড়া দলটিকে সমীহই করছেন হায়দ্রাবাদ দলপতি কেন উইলিয়ামসন।
'এটা কঠিন চ্যালেঞ্জ। দুটি শক্তিশালী দল। সবাই শক্তিশালী। প্রতিটি খেলাই কঠিন। আশা করছি এটা ভালো হবে।'
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে করা দুর্দান্ত পারফর্মেন্স দিল্লির বিপক্ষে ধরে রাখতে মরিয়া হায়দ্রাবাদের তারকা স্পিনার রশিদ খান। তিনি জানিয়েছেন, মাঠে পারফর্ম করার জন্য উত্তেজিত তিনি।
'আমরা দারুণ উত্তেজিত এবং শেষ ম্যাচে আমরা যেমন খেলেছি, এমন খেলতে আমরা উন্মুখ।'