কারানের হ্যাট্রিকে শেষ হাসি পাঞ্জাবের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলে স্যাম কারানের হ্যাট্রিকে দিল্লী ক্যাপিটালসকে ১৪ রানের ব্যবধানে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। এদিনে জয়ের পথে থাকলেও শেষ মুহূর্তে ফিনিশিংয়ের অভাবে ম্যাচ হেরেছে দিল্লী।
১৬৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এদিনে খালি হাতে ফিরেছেন দিল্লীর ওপেনার পৃথ্বী শ(০)। এরপর ৬১ রানের জুটি গড়েন শিখর ধাওয়ান এবং শ্রেয়াস আইয়ার।
কিন্তু দলীয় ৮২ রানের মধ্যে ফিরে যান এই দুজনও। আইয়ার ফিরেন ২৮ রানে। ধাওয়ান ফিরেছেন ২৫ বলে ৩০ রান করে।
এরপর কলিন ইনগ্রাম এবং রিশভ পান্তের ব্যাটে জয়ের স্বপ্ন দেখছিল দিল্লী। ২৬ বলে ৩৯ রান করে ফিরে যান পান্ত। কিন্তু শেষদিকে স্যাম কারানের হ্যাট্রিকে ম্যাচে ফিরে পাঞ্জাব।

ইনগ্রামের ব্যাট থেকে আসে ২৯ বলে ৩৮ রান। ১৯.২ ওভারে অলআউট হয়েছে দিল্লী। পাঞ্জাবের হয়ে হ্যাট্রিকসহ চার উইকেট নিয়েছেন স্যাম কারান।
এর আগে টসে হেরে আগে ব্যাট করতে নেমে দলীয় ৫৮ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে কিংস ইলেভেন পাঞ্জাব। ওপেনার লোকেশ রাহুল ফিরেছেন ১৫ রানে।
ইনজুরিতে না খেলা ক্রিস গেইলের বদলে নামা আরেক ওপেনার কারান করেছেন ১০ বলে ২০ রান। মায়াঙ্ক আগারওয়ালের ব্যাট থেকে আসে ছয় রান।
এরপরে ৬২ রানের জুটি গড়েন সরফরাজ খান এবং ডেভিড মিলার। ২৯ বলে ৩৯ রান করেন সরফরাজ। ৩০ বলে চারটি চার ও দুটি ছক্কায় ৪৩ রানের ইনিংস খেলেন ডেভিড মিলার।
শেষদিকে মানদ্বীপ সিং খেলেছেন ২১ বলে ২৯* রানের দুরন্ত একটি ইনিংস। দিল্লীর হয়ে ৩০ রান খরচায় তিনটি উইকেট নিয়েছেন ক্রিস মরিস।
সংক্ষিপ্ত স্কোরঃ-
কিংস ইলেভেন পাঞ্জাবঃ- ১৬৬/৯ (২০ ওভার)
(মিলার ৪৩, সরফরাজ ৩৯; মরিস ৩/৩০)
দিল্লী ক্যাপিটালসঃ- ১৫২/১০
(পান্ত ৩৯, ইনগ্রাম ৩৮; কারান ৪/১১)