গেইলের তিনশ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) সবার আগে তিনশ ছক্কার মাইলফলক ছুঁয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবের ওপেনার ক্রিস্টোফার হেনরি গেইল।
শনিবার দিন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলতে নেমে দুর্দান্ত এই মাইলফলকে পৌঁছেছেন তিনি। এদিনে মুম্বাইয়ের বিপক্ষে ২৪ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেছেন গেইল।

ইনিংসে ছিল তিনটি চার ও চারটি ছক্কার মার। অবশ্য এই রেকর্ড করার জন্য মাত্র দুটি ছক্কার প্রয়োজন ছিল ক্যারিবিয়ান দানবের।
সব মিলিয়ে ১১৪ ইনিংসে ৩০২ টি ছক্কা হাঁকিয়েছেন গেইল। ১৩১ ইনিংসে ১৯২ টি ছক্কা নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর এবি ডি ভিলিয়ার্স।
১৮৭ টি ছক্কা নিয়ে এই তালিকায় তৃতীয় অবস্থানে আছেন চেন্নাই সুপার কিংস দলপতি মহেন্দ্র সিং ধোনি।
উল্লেখ্য, ২০১৮ সালের আইপিএল নিলামে প্রথম দুইবার কেউই দলে ভেড়ায়নি বুড়ো হয়ে যাওয়া গেইলকে। সেবার দলে নিয়ে এবারও গেইলকে ধরে রেখেছে কিংস ইলেভেন পাঞ্জাব।