মানকাড আউটের সুযোগ ছাড়লেন ক্রুনাল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় বারের মতো মানকাড আউট দেখা যেতে পারত আইপিএলে। তবে, মুম্বাই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়ার কল্যাণে তা হলো না। নন স্ট্রাইংকিং প্রান্তে ব্যাটসম্যান হিসেবে ছিলেন মায়াঙ্ক আগারওয়াল।
মুম্বাই ইন্ডিয়ানসের দেয়া ১৭৭ রানের লক্ষ্যে ব্যাট করছিলো পাঞ্জাব। ৯.৩ ওভার শেষে পাঞ্জাবের স্কোর তখন ৮০। নন স্ট্রাইকিং প্রান্তে দাঁড়িয়ে ছিলেন মায়াঙ্ক আগারওয়াল। মাত্র ৮ বল খেলেই ব্যাট হাতে তুলে নিয়েছিলেন ১৯ রান।

দশম ওভারের চতুর্থ বলটি করার আগে থেমে গিয়েছিলেন ক্রুনাল। কারণ বল করার আগেই তিনি দেখেছেন ক্রিজ থেকে বেড়িয়ে গিয়েছেন আগারওয়াল। ক্রুনাল চাইলেই তাকে মানকাড আউট করতে পারতেন।
তবে শুধু সতর্ক করে দিয়েই থেমে গেছেন তিনি। এরপর আগারওয়াল শেষ পর্যন্ত ২১ বলে ৪৩ রান করেছেন। পান্ডিয়ার বলে তাঁর হাতেই ক্যাচ দিয়েছেন আগারওয়াল। মূলত তার এই ইনিংসের সুবাদেই ম্যাচ ঘুরে যায় পাঞ্জাবের দিকে।
ফলে ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে পাঞ্জাব। এবারের আসরের শুরুতেই রাজস্থান রয়্যালসের জস বাটলারকে কিংস ইলেভেন পাঞ্জাব অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন মানকাড আউট করে সমালোচনার মুখে পড়েছেন। একই পরিস্থিতিতে ক্রুনাল আউট না করে ক্রিকেটের স্পিরিট দেখিয়েছেন।