এবার 'সাত বলে' ওভার শেষ করলেন অশ্বিন!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মানকড় আউট দিয়ে এবারের আইপিএলে অনেক বেশি আলোচিত কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন। এবার এক ওভারে সাত বল করে ওভার শেষ করলেন তিনি!
শনিবার সন্ধ্যার ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচটিতে সাত বল করে ওভার শেষ করেছেন অশ্বিন। তবে এবার অশ্বিনের দোষ নয়, বরঞ্চ আম্পায়ারের ভুলেই এমনটা করলেন তিনি।

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর প্রথম ওভারেই এমন কাণ্ড করেন তিনি, যা চোখ এড়িয়ে যায় কর্তব্যরত আম্পায়ারের।
এদিকে ওভারের সপ্তম বলটি মুম্বাইয়ের কুইন্টন ডি কক পাঠিয়ে দেন বাউন্ডারিতে। অশ্বিনের বাড়তি বলে চারটি রানও পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
এর আগে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচটিতে জশ বাটলারকে মানকড় আউট করে বিতর্কের জন্ম দিয়েছিলেন অশ্বিন। তবে আইপিএলের বিতর্ক এখানেই শেষ নয়।
কিছুদিন আগেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলার লাসিথ মালিঙ্গার শেষ ওভারে করা একটি নো বল চোখ এড়িয়ে গিয়েছে আম্পায়ারের। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ব্যাঙ্গালুরু অধিনায়ক ভিরাট কোহলি।