চেন্নাইয়ে এনগিদির বদলি কুজ্ঞেলেইন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল চেন্নাই সুপার কিংস প্রোটিয়া তারকা লুঙ্গি এনগিদির বদলি হিসেবে কিউই পেসার স্কট কুজ্ঞেলেইনকে দলে ভিড়িয়েছে। এই খবরটি নিশ্চিত করেছেন চেন্নাইয়ের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং।
চলতি বছরের জানুয়ারিতেই কুজ্ঞেলেইনের টি-টুয়েন্টি অভিষেক হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে। ফ্লেমিং জানিয়েছেন, আগামী সপ্তাহেই আইপিএলের বর্তমান চ্যাম্পিয়নদের সাথে যোগ দেয়ার কথা রয়েছে এই পেসারের।

'লুঙ্গির ব্যাপারে আমরা বেশ আশাবাদী ছিলাম। ভিত্তি মূল্যের উপর নির্ভর করে প্লেয়ার বদল কড়া সত্যি কঠিন কাজ। আমরা নিউজিল্যান্ডের আন্তর্জাতিক খেলোয়াড় স্কট কুজ্ঞেলেইনকে নিয়েছি। সে দুর্দনাত গতিতে বোলিংয়ের সাথে ব্যাটও করতে পারে। আগামী সপ্তাহে সে আমাদের সাথে যোগ দেবে।'
ইনজুরির কারণে আইপিএলের এবারের আসর থেকে ছিটকে গেছেন এনগিদি। এদিকে, পারিবারিক কারণে আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলছেন না ইংলিশ অলরাউন্ডার ডেভিড উইলি। চেন্নাইয়ের কোচ জানিয়েছেন তারা আপাতত উইলির বদলি হিসবে কাউকে বিবেচনা করছেন না।
'আমরা ডেভিড উইলির বদলি কাউকে নিচ্ছি না। ব্যক্তিগত কারণে তাঁর দেরি হচ্ছে। আমরা তাকে সমর্থন দিচ্ছি এবং তাকে সমর্থন যুগিয়ে যাবো। বেশ কিছু প্রতিবেদন চোখে পড়েছে। তবে যাই হোক আমরা ডেভিড উইলির বদলি হিসেবে কাউকে নিচ্ছি না।'
ডেভিড উইলি তাঁর দ্বিতীয় সন্তানের অপেক্ষায় আছেন। এই কঠিন সময়ে তিনি তাঁর স্ত্রীর পাশে থাকতেই আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। যাতে পূর্ণ সমর্থন আছে চেন্নাই সুপার কিংসের।