রাহুলের ব্যাটে বড় জয় পেল পাঞ্জাব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
লোকেশ রাহুলের দুর্দান্ত অর্ধশতকে ভর করে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। মুম্বাইয়ের দেয়া ১৭৭ রানের লক্ষ্য ৮ বল হাতে রেখেই পেরিয়ে গেছে পাঞ্জাব।
বড় লক্ষ্যে খেলতে নেমে ওপেনিং জুটিতে ৫৩ রান যোগ করেছেন পাঞ্জাবের দুই ওপেনার লোকেশ রাহুল ও ক্রিস গেইল। গেইল ৪০ রান করে আউট হয়েছেন। এরপর আগারওয়ালকে নিয়ে ৬৪ রানের আরেকটি জুটি গড়েন রাহুল।
আগারওয়াল ফিরেছেন ৪৩ রানের ইনিংস খেলে। একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকা রাহুল দারুণ এক অর্ধশতক তুলে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। তাঁর ব্যাট থেকে এসেছে ৫৭ বলে ৭১ রানের অপরাজিত ইনিংস।
মিলার শেষ দিকে নেমে অপরাজিত ছিলেন ১৫ রান করে। মুম্বাইয়ের হয়ে ২টি উইকেট নিয়েছেন ক্রুনাল পান্ডিয়া।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা দলকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন দুই ওপেনার রোহিত শর্মা আর কুইন্টন ডি কক। এই দুজনে যোগ করেছেন ৩২ বলে ৫১ রান। ১৮ বলে ৩২ রান করে রোহিত ফিরলে এই জুটি ভাঙে।
বেশিক্ষণ ডি কককে সঙ্গ দিতে পারেননি সূর্য কুমার যাদব। তিনি আউট হয়েছেন ১১ রান করে। এরপর দলের একপ্রান্ত আগলে রেখে রান বাড়িয়েছেন ডি কক। ৩৯ বলে ৬ বাউন্ডারি আর ২ ছক্কায় ৬০ রানের ঝড়ো এক ইনিংস খেলেছেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।
তাঁর ফেরার পর দ্রুতই ফিরেছেন যুবরাজ (১৮) ও পোলার্ড (৭)। ফলে রানের চাকা কিছুটা ধীর হয়ে যায় দলটির। শেষ দিকে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ১৯ বলে ৩১ রানের ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় মুম্বাই।
ক্রুণাল শেষ দিকে আউট হয়েছেন ১০ রান করে। কোনো রান যোগ না করেই অপরাজিত ছিলেন ম্যাকক্লেনাগান ও মারকান্দে। কিংস ইলেভেন পাঞ্জাবের পক্ষে ২টি করে উইকেট নেন মোহাম্মদ শামি, হার্দাস ভিলজয়েন আর মুরুগান অশ্বিন। ১টি উইকেট গেছে টাইয়ের ঝুলিতে।
সংক্ষিপ্ত স্কোরঃ
মুম্বাই ইন্ডিয়ান্সঃ ১৭৬/৭ (২০ ওভার)
(ডি কক ৬০, রোহিত ৩২, হার্দিক ৩১; অশ্বিন ২/২৫)
কিংস ইলেভেন পাঞ্জাবঃ ১৭৭/২ (১৮.৪ ওভার)
(রাহুল ৭১*, গেইল ৪০, আগারওয়াল ৪৩; ক্রুনাল ২/৪৩)