স্যামসনকে সেরা উইকেটরক্ষক ব্যাটসম্যানের স্বীকৃতি গম্ভীরের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সঞ্জু স্যামসনকে ভারতের বর্তমান সময়ের সেরা উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করছেন সাবেক ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর। শুক্রবার রাজস্থান রয়্যালসের হয়ে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন স্যামসন।
৫৫ বলে খেলেছেন ১১২ রানের অপরাজিত ইনিংস। এই ইনিংস দেখেই স্যামসনের সামর্থ্যের প্রমাণ পেয়েছেন গম্ভীর। বিশ্বকাপে ভারতের হয়ে তাঁর চার নম্বরে খেলা প্রয়োজন বলেও মনে করেন তিনি। এক টুইট বার্তায় একথা বলেছেন গম্ভীর।

'আমি সাধারণত ক্রিকেটে কোনো ব্যক্তির ব্যাপারে কথা বলতে চাইনা। কিন্তু ওর সামর্থ্য দেখে আমি মুগ্ধ হয়েছি। সঞ্জু বর্তমান সময়ে ভারতের সেরা উইকেটকিপার ব্যাটসম্যান আর আমার মতে ওর বিশ্বকাপ দলের চার নম্বরে থাকা উচিত।'
স্যামসনকে প্রশংসা করতে গিয়ে সমালোচনার মুখে পড়েছেন গম্ভীর নিজেও। কারণ মহেন্দ্র সিং ধোনী ও ঋষভ পান্টকে রেখে স্যামসনকে ভারতের সেরা উইকেটরক্ষক বলায় তাঁর উপর ক্ষেপেছেন এই দুই তারকার ভক্তরা।
অনেকেই গম্ভীরের এই টুইট বার্তার জবাব দিয়েছেন কড়া ভাবে। তাছাড়া ধোনীর সঙ্গে তাঁর সম্পর্কটা বেশ ভালো নয়। ফলে এই মন্তব্যে আবারও নতুন করে নিজেদের দ্বন্দ্বটা উস্কে দিয়েছেন গম্ভীর।
এদিকে, স্যামসন আইপিএলের গত কয়েক আসর ধরেই নিয়মিত পারফর্মেন্স করে যাচ্ছেন। এবারের আসরে প্রথম সেঞ্চুরিটাও তাঁর হাত ধরেই এসেছে। ফলে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের প্রশংসায় ভাসছেন তিনি।